Ads By Blogger

Thursday, April 25, 2019

আপনার জিমেইল আইডি তে Verification এড করুন আইডি হ্যাক থেকে রক্ষার জন্য

প্রিয় ভিসিটর আপনাকে  টিউনে আসার জন্য ধন্যবাদ, মূল কথায় আসি,আজকাল আমাদের কাছে জিমেইল আইডি অনেক গুরুত্ব পূর্ণ  আইডি হিসাবে নির্ভর করে,যেমন জিমেইল আইডি দিয়ে ফেইসবুক হতে শুরু করে ব্লগিং ওয়েব সাইড  সহ নানান ধরনের আইডি ব্যবহারিত, আজকাল প্রতিনিয়ত হ্যাক হচ্ছে ভিবিন একাউন্ড হ্যাকারেরা ভিবিন্ন কৌশল করে জেনে যাচ্ছে আপনার সখের আইডির ইমেইল ও পাসওয়াড, হাতিয়ে নিচ্ছে আইডি ফেরত দেওয়ার লোভ দেখিয়ে অনেক টাকা ,এই টিউনে আপনারা দেখবেন কিভাবে জিমেইল হ্যাক থেকে বাচাঁ যায়, এখন থেকে আপনার জিমেইল আর




পাসওয়াড যে কাউকে বলতে পারবেন,তবে আপনি ছাড়া আপনার জিমেইলে কেউ প্রবেশ করতে পারবেনা, যদি কেউ আপনার জিমেইলে লগিন করতে চাই তাহলে একটি সিকিউরিটি কোড চাইবে, যে কোড টি চাইবে সেই কোড টি চলে যাবে আপনার মোবাইলে,আপনার মোবাইলে আসা কোড টি না জানা পর্যন্ত লগিন করতে পারবেনা অন্য কেউ চলুন দেখি কিভাবে করা যায় এ কাজটি,  প্রথমে আপনার জিমেইলে প্রবেশ করে ডান পাশের উপরের Account এ ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে 2-step Verification ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
পরের ছবিতে লক্ষ্য করে START SETUP ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করুন একটি মোবাইল নাম্বার দেখা যাচ্ছে,আপনি যদি মনে করেন মোবাইল নাম্বার টি বদলানো দরকার,তাহলে করতে পারেন,তার পর Send code ক্লিক করুন ক্লিক করলে আপনার মোবাইলে একটি Verification কোড আসবে মেসজ দ্বারা গুগল হতে  নিচের মত একটি পেজ উইনডো হবে
যে Verification কোড মেসজ দ্বারা গুগল হতে পেয়েছেন সেটি খালি ঘরে দিয়ে Verify তে ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Next ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Confirm ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Do this later ক্লিক করুন ক্লিক করলে নিচের মত একটি পেজ উইনডো হবে
উপরের ছবিতে লক্ষ্য করে Ok ক্লিক করুন ক্লিক করলে Verification এড এর কাজ সফল হবে। পোস্টটি আপনার ভাল লাগলে নিচ থেকে ফেসবুক আইকনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট আমাকে  আরো মজাদার টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে। 
Read More »
ads

Tuesday, July 17, 2018

পাওয়ার পয়েন্ট দিয়ে সহজেই Bicycle Jumping Effect তৈরী করুন।

আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে Bicycle Jumping Effect তৈরী করবেন।
অনেকে আছেন যারা Bicycle Jumping Effect তৈরী করতে চান, কিন্তু পারেন না, তাদের জন্য আমার আজকের টিউন।
কিভাবে আপনি Bicycle Jumping Effect তৈরী করবেন তা এখানে লিখে বুঝানো সম্ভব না।
আর আমি কষ্ট করে লিখলেও আপনি বুঝবেন না।
তাই আপনি নিচের ভিডিওটি ভালো করে দেখুন এবং Bicycle Jumping Effect তৈরী করুন।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
কোন ভুল হলে ক্ষমারদৃষ্টিতে দেখবেন।

আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

পাওয়ার পয়েন্ট দিয়ে সহজেই Car Running Effect তৈরী করুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।

আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে Car Running Effect তৈরী করবেন।
অনেকে আছেন যারা Car Running Effect তৈরী করতে চান, কিন্তু পারেন না, তাদের জন্য আমার আজকের টিউন।
কিভাবে আপনি Car Running Effect তৈরী করবেন তা এখানে লিখে বুঝানো সম্ভব না।
আর আমি কষ্ট করে লিখলেও আপনি বুঝবেন না।
তাই আপনি নিচের ভিডিওটি ভালো করে দেখুন এবং Car Running Effect তৈরী করুন।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
কোন ভুল হলে ক্ষমারদৃষ্টিতে দেখবেন।

আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।

*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, June 28, 2018

প্রতি রেফারেলে নিয়ে নিন ৫০ টাকা, DBBL Rocket একাউন্টে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

কিভাবে পাবেন প্রতি রেফারেলে ৫০ টাকা, DBBL Rocket একাউন্টে।

প্রতি রেফারেলে ৫০ টাকা করে পেতে হলে DBBL এর Nexus Pay সফটওয়ারটি PlayStore থেকে Download and Install করে নিতে হবে।


PlayStore  এ গিয়ে Nexus Pay লিখে সার্চ করলেই সফটওয়ারটি পেয়ে যাবেন।



এটি DBBL এর অফিসিয়াল App এবং সম্পূর্ণ সিকিউরিটি সম্পন্ন।
এরপর আপনাকে রেফারেল কোড় ব্যবহার করে একাউন্ট খুলতে হবে।

আমার রেফারেল কোড় : 01820213425

(আপনি ইচ্ছা করলে অন্য কারো কোড়ও ব্যবহার করতে পারেন। আমি আশাকরি আমার কোড়টি আপনি ব্যবহার করবেন।)
আপনি এ সফটওয়ারটিতে আপনার DBBL Nexus Debit/Credit Card, Rocket Account অথবা অন্য ব্যাংকের  Debit/Credit Card এড করতে পারবেন।
আপনি যে নাম্বার দিয়ে Rocket একাউন্ট করেছেন, সে নাম্বার ‍দিয়ে এ সফটওয়্যারটিতে একাউন্ট খুলবেন।
আপনার এ নাম্বারটিই হবে আপনার রেফারেল কোড়। আপনার রেফারেলে যদি কেউ একাউন্ট খুলে তবে আপনি প্রতি রেফারেলে ৫০ টাকা করে পাবেন।


সফটওয়্যারটি ওপেন করে Skip এ ক্লিক করুন অথবা স্লাইড করুন। এরপর নিচে Register এ ক্লিক করে পার্মিশন চাইলে Allow করবেন।

এবার আপনার মোবাইল নাম্বার এবং ৬ সংখ্যার পিন দিবেন। এ পিন ছাড়া আপনি সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারবেন না।
I agree to the Terms & Conditions এ টিক দিয়ে Register এ ক্লিক করুন।
আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড় আসবে তা দিয়ে ভেরিফাই করুন।


এরপর আপনার নাম, ইমেল (যদি থাকে) এবং রেফারার ফোন নাম্বার ‍দিবেন। এখানে  REFERRER PHONE NO অবশ্যই দিতে হবে ।
Referrer Phone no : 01820213425 এটা দিবেন।

এবং NEXT এ ক্লিক করবেন।



এবার মেনুতে গিয়ে Add Cards এ ক্লিক করে কার্ড এড করবেন। আমি রকেট এড করেছি।

রকেট Select করে NEXT এ ক্লিক করে PROCEED এ ক্লিক করে রকেট একাউন্টের নাম, একাউন্ট নং (12 digit) ও পিন দিয়ে ওকে করুন। এবার আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে তা দিয়ে ভেরিফাই করুন। ব্যাস আপনার কাজ শেষ।
এবার সবাইকে আপনার রেফারেলে এড করান (আপনার নাম্বারটিই হবে আপনার রেফারেল কোড়) এবং প্রতিজন থেকে ৫০ টাকা করে রেফারেল বোনাস পান।

*****উপরের এই লেখাগুলি মুছে ফেলুন*****
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Friday, January 05, 2018

ব্রাউজার ভিপিএন সেটআপ গাইড

আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আশা করি ভালই।
ফেসবুক বন্ধ, জানেনই তো। আমরা অনেকেই ডিস্কানেক্টেড হয়ে গিয়েছি। হয়তো অনলাইনে কোনও সাইটের অ্যাডমিন অনেকজন, কিন্তু তারা কোনও বার্তা আদান প্রদান করতে পারছে না। এছাড়া অনেকেই যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা তো সমসসায় পরেছেনই।
ফেসবুক সহ অন্যান্য ব্যান সাইট চালানর কোন উপায় আছে কি?
আছে, এই পোস্ট দেখুন।


মোবাইলে UC Browser সরাসরি প্রক্সি ইউজ করে। তাই সেটা জাভা, সিম্বিয়ান, আন্দ্রয়েড এমনকি আইফোনেও ইউজ করতে পারেন। এছাড়া সুপার ভিপিএন, হটস্পট শিল্ড, হোলা ভিপিএন অ্যাপ ইউজ করতে পারেন।


আর কিভাবে সেটআপ করবেন এননিমক্স (annonymoX) এবং হোলা (Hola)?
আসুন দেখে নিই,




Google Chrome 


annonymoX



  • ক্রোম ওপেন করুন।
  • ক্রোম দিয়ে এই লিঙ্কে যান। 
  • একটাই রেজাল্ট আসবে। সেটার ডান পাশের [+ Add To Chrome] বাটনে ক্লিক করুন।
  • উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
  • 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।



Hola

  • ক্রোম ওপেন করুন।
  • ক্রোম দিয়ে এই লিঙ্কে যান। 
  • উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
  • 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে নিন।
  • ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করে উপভোগ করুন।




Opera


Hola

  • অপেরা ওপেন করুন।
  • অপেরা দিয়ে এই লিঙ্কে যান। 
  • ডান পাশের 'অ্যাড টু অপেরা' ক্লিক করুন।
  • ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।








Mozilla Firefox


annonymoX

  • মোজিলা ওপেন করুন।
  • মোজিলা দিয়ে এই লিঙ্কে যান। 
  • সেটআপ করুন।
  • সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।

আমার ব্লগGR+

Read More »

Sunday, December 24, 2017

পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখুন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখবেন।
partition pen drive or memory card
partition pen drive or memory card

ব্যবহারকারী সুবিধামতো গুরুত্বপূর্ণ ডেটা বা সফটওয়্যারকে এক ড্রাইভে আবার সিনেমা কিংবা ভিডিও ফাইলকে আরেক ড্রাইভে রাখতে পারেন। মূলত সাজানো গোছানো থাকলে ডেটা সহজে খুঁজে পাওয়া যায়। ডেটা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ইউএসবি (USB) পেনড্রাইভে যদি পার্টিশন করা যায় কেমন হয় তাহলে? কাজের সুবিধার জন্য অনেকেই ১৬ বা ৩২ জিবি কিংবা তারও বেশি ধারণ ক্ষমতার পেনড্রাইভ ব্যবহার করেন। তাদের কাজকে আরও বেশি সুবিধাজনক করতে আলাদা পার্টিশন করে তাতে ডেটা রেখে ব্যবহার করলে কাজ আরও সাজানে গোছানো হবে।

যেভাবে পেনড্রাইভ পার্টিশন করবেন।
প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর Properties এ যান। এখানে ফাইল সিস্টেম যদি NTFS না দেখিয়ে FAT32 দেখায় তাহলে সেটিকে ফরম্যাট করে NTFS করে দিতে হবে। এবার Disk Management এ গিয়ে ইউএসবি ড্রাইভের উপর মাউসের ডান ক্লিক করে Shrink Volume এ ক্লিক করুন। এবার নতুন পার্টিশনের জন্য যত জায়গা চান তা মেগাবাইটে লিখুন এবং Shrink বোতামে ক্লিক করুন।  এই অপশন আপনার ইউএসবি ড্রাইভে unallocated অংশ তৈরী করবে। unallocated অংশে ক্লিক করে New Simple Volume এ ক্লিক করুন । এরপর next, next ড্রাইভ লেটার সিলেক্ট এবং next এরপর finish এ ক্লিক করলে দেখবেন নতুন ড্রাইভ তৈরী হয়েছে। যাদি আপনি ড্রাইভ দুটিকে আবার একসাথে করতে চান, তবে ড্রাইভে মাউসের ডান ক্লিক করে Delete Volume এ ক্লিক করুন।

এরপরেও যদি না পারেন তবে নিচের ভিডিওটি ভালো করে দেখুন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এই টিউনটি প্রথমে এই ব্লগে প্রকাশিত হয়েছে।

সবাইপ্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Sunday, August 20, 2017

ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে চান?ডাউনলোড করে নিন এইচডি স্ক্রিন রেকর্ডার

বিডি টিপ্স টেক আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আপনারা হয়তো অনেকে ভিডি টিউটোরিয়াল তৈরির করা জন্য সফটওয়্যার খুজছেন।আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার যার মাধ্যমে ফুল এইচডি স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন।সফটওয়্যারটি পোর্টেবল তাই ইন্সটল দেওয়ার ঝামেলা নেই এবং সাইজও খুবই কম মাত্র ৩.২৭এম্বি।ডাউনলোড করতে পোস্টটি নিচ থেকে শেয়ার করুন






all paid books
তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন।তারপর ভিডিও করার জন্য ভিডিও ক্লিপে ক্লিক করুন।
ফাস্ট স্টোন সফটওয়্যার-bd tips tech
ফাস্ট স্টোন সফটওয়্যার-bd tips tech

ডাউনলোড করে নিন অসাধারণ একটি স্ক্রিন রেকর্ডার,YouTuber দের জন্য ২টি ফ্রি Screen Record Software ডাউনলোড করে নিন.আপনার পিসি স্ক্রিন রেকর্ডের সেরা ৫টি ফ্রি সফটওয়্যার!,bd bangla blogwww.bdtipstech.com,online earn tips bangla,tech tunes bangla
 
তারপর এখানে থেকে আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করুন।ফুল স্ক্রিন রেকর্ড করার জন্য Full Screen সিলেক্ট করুন।অডিও রেকর্ড করার জন্য Record Audio তে ক্লিক করুন।সবকিছু ঠিকঠাক থাকলে Record এ ক্লিক করুন।
ফাস্ট স্টোন সেটিং
ফাস্ট স্টোন সেটিং
এবার ভিডিও এর পূর্বে ক্যাপশন দিতে চাইলে Insert Title Clip at te beginning of the video টিক দিন।
ফাস্ট স্টোন রেকর্ডার
ফাস্ট স্টোন রেকর্ডার

তাহলে নতুন বক্স ওপেন হবে এখানে আপনার ক্যাপশন দিন এবং ক্যাপশনটি কত সময় দেখাবে তা নির্বাচন করুন।সবকিছু ঠিকঠাক থাকলে Start বাটুনে ক্লিক করুন।তাহলে ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে।

ভিডিও রেকর্ডিং শেষ হলে টাস্কবার থেকে ক্লিক করে সেভ করে ফেলুন।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status