Ads By Blogger

Thursday, December 27, 2018

youtube এর কয়েকটি মজার তথ্য জেনে নিন


বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। জনপ্রিয় এই সাইটের বেশ কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক।

এটিও পড়ুন জেনে নিন আপনার জাতীয় পরিচয়পত্রের(NID CARD) নম্বরের গোপন সংকেত বা কোডের অর্থ

১)২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে ইউটিউব। তিন প্রতিষ্ঠাতা শ্যাদ হার্লে, স্টিভেন চ্যান ও জাওয়াদ করিম। তিনজনই একসাথে কাজ করতেন অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম পেপ্যালে। কিন্তু ঝামেলা বাঁধে যখন পেপ্যালকে কিনে নেয় অনলাইনে নিলাম ওয়েবসাইট ইবে। তিনজনই চাকরি হারান। চাকরি যাওয়ার পর তাঁরা ভাবতে থাকেন নতুন কী করা যায়। এই সময় তাঁদের মাথায় আসে ইউটিউবের আইডিয়া। সেটা নিয়েই মাঠে নামেন তাঁরা।

২)আমাদের কাছে ভিডিও শেয়ারিং সাইট হিসেবে জনপ্রিয় ইউটিউব। তবে শুরুতে কিন্তু এমন হওয়ার কথা ছিল না। তিন উদ্যোক্তা একটি অনলাইন ভিডিও ডেটিং সাইট বানাতে চেয়েছিলেন। যেখানে একজন ব্যবহারকারী নিজের সম্পর্কে ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন, একই সাথে এ রকম অসংখ্য ভিডিও থেকে খুঁজে নিতে পারবেন নিজের পছন্দের মানুষটিকে!

৩)ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়ান করিম বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশি বাবা ও জার্মান মায়ের সন্তান জাওয়াদের জন্ম জার্মানিতে। যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষে স্থায়ীভাবে বসবাস করছেন সেখানে। ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করেন জাওয়াদ নিজেই। মি অ্যাট দ্য জু (Me at the Zoo) শিরোনামের এই ভিডিওতে দেখা যায় জাওয়াদের চিড়িয়াখানা ভ্রমণের খানিক অভিজ্ঞতা। মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২৩ মিলিয়ন বার। প্রথম ভিডিও বলে কথা!

৪)অ্যালেক্সা রেটিং অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকায় ইউটিউবের অবস্থান তৃতীয়। ইউটিউবের উপরে থাকা দুটি ওয়েবসাইট যথাক্রমে ফেসবুক ও গুগল। তবে মজার ব্যাপার ইউটিউব কোনো সার্চ ইঞ্জিন না হওয়া সত্ত্বেও এখানে যতবেশি ‘সার্চ’ করা হয়ে থাকে তা বিং, আস্কডটকম ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনগুলোর মিলিত সার্চের চাইতে অনেক বেশি। সার্চের পরিমাণ হিসাব করলে গুগলের পরই ইউটিউবের অবস্থান।

৫)ইউটিউবের বিশালতা বোঝান যেতে পারে একটি ছোট পরিসংখ্যান দিয়ে। প্রতি সেকেন্ডে ইউটিউবে আপলোড হচ্ছে প্রায় দেড় ঘণ্টার সমপরিমাণ ভিডিও। আর একটু বড় করে বললে প্রতি মিনিটে প্রায় ১০০ ঘণ্টা অথবা প্রতি ঘণ্টায় ২৫০ দিনের সমপরিমাণ! বছর শেষে যার পরিমাণ দাঁড়ায় ৫৮ শতাব্দীকাল! ইউটিউবের সব ভিডিও দেখে ফেলার কোনো পরিকল্পনা নিয়ে থাকলে মাথা থেকে সে ভূত নামিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে।

৬)ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিওটি দক্ষিণ কোরিয়ান সংগীতশিল্পী সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানের মিউজিক ভিডিও। ২০০ কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। এর আগে এই অবস্থান ছিল কানাডিয়ান পপ শিল্পী জাস্টিন বিবারের দখলে। ‘বেবি’ শিরোনামের তাঁর গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ১১৬ কোটি বার।

৭)আপনার কাছে যদি পর্যাপ্ত অবসর থাকে তবে দেখে ফেলতে পারেন ইউটিউবের সবচেয়ে বেশি ব্যাপ্তির ভিডিওটি। এক-দুই দিনে কিন্তু হবে না, গুনে গুনে ২৫ দিন লাগবে পুরো ভিডিও দেখে শেষ করতে! ৫৯৬ ঘণ্টা ৩১ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওটি বানিয়েছেন জোনাথান হেনড্রিক নামের একজন অ্যাপস ডেভেলপার। কী আছে এই অতিশয় লম্বা ভিডিওতে? জানতে সময় করে বসে পড়ুন একদিন!

এটিও পড়ুন facebook news feed হবে এবার নিজের মত

৮)ইউটিউব কিন্তু এখন আর নিছক বিনোদনের কোনো সাইট নয়। জীবিকা হিসেবে কিন্তু অনেকেই ‘ইউটিউবার’ পেশাকে বেছে নিচ্ছেন। বিচিত্র ধরনের ভিডিও নির্মাণ ও আপলোডের মাধ্যমেই আয় করা সম্ভব ইউটিউব থেকে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সারা পৃথিবীর প্রায় ৩০টি দেশের অন্তত ১০ লাখ ‘ইউটিউবার’ আয় করছেন শুধু ইউটিউবে সক্রিয় থেকে, আর এই ১০ লখের প্রায় অর্ধেকেরই একমাত্র পেশা এটি। বলাবাহুল্য, এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

৯)প্রতিবছর এপ্রিল ফুল পালন করে ইউটিউব। ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন রকম আয়োজন করে তারা। ২০০৯ সালের পহেলা এপ্রিলের কথাই ধরা যাক। ইউটিউব সেদিন পুরো ওয়েবসাইটটিকেই উল্টো করে দিয়েছিল। ভিডিও দেখতে গিয়ে বেশ ঘাম ছুটে গিয়েছিল সবার!

১০)ইউটিউব প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় টেক জায়ান্ট গুগল কিনে নিয়েছিল ইউটিউবকে। আর এ জন্য গুগলকে গুনতে হয়েছিল ১৬৫ কোটি ডলার। ইউটিউবকে কিনে গুগল অবশ্যই ভুল করেনি। শুধু ২০১৩ সালেই ইউটিউব থেকে গুগল আয় করে প্রায় ১৫০ কোটি ডলার।
Read More »
ads

Saturday, January 27, 2018

কিভাবে পাবেন অতি সহজে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
Get 1000 Subscriber and 4000 hrs watch time
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি অতি সহজে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পাবেন।

ইউটিউব তাদের নতুন নিয়মে বলছে যে, যদি কোনো চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম না থাকে, তবে সে চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে।

যাদের চ্যানেল ইতিমধ্যে মনিটাইজেশন করা আছে তাদের জন্য ইউটিউব একটা সুযোগ দিয়েছে তা হচ্ছে, চ্যানেলে 20 Feb, 2018 এর মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম করতে হবে, তা না হলে মনিটাইজেশন ডিজিবল হয়ে যাবে।

আপনারা যাতে এ সময়ের মধ্যে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পেতে পারেন, সেজন্য কিছু পরামর্শ ভিডিওতে তুলে ধরেছি।

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Thursday, July 27, 2017

কপিরাইট ফ্রি Images ডাউনলোড করুন খুব সহজে ওয়েবসাইট, ব্লগসাইট অথবা ইউটিউভ ভিডিও’র জন্য ।। বিস্তারিত এখানে

কপিরাইট স্ট্রাইক!!! কপিরাইট স্ট্রাইক!! 

আর নয়  কপিরাইট স্ট্রাইক !!!!


ওয়েবসাইট, ব্লগসাইট  অথবা ইউটিউভ ভিডিও’র জন্য  আমাদের বিভিন্ন ছবি/Images এর প্রয়োজন হয়…  তো   আমাদের কি করি Google মামার কাছে সার্চ করি.  তো Google মামা  আমাদের বিভিন্ন ছবি দেখায় যেখান থেকে  আমরা  আমাদের প্রয়োজন    অনুযায়ী  ছবি সিলেক্ট করে ডাউনলোড করে  আমাদের বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউভ ভিডিওতে ইউজ করি।
কিন্তু আমরা  একটা জিনিস ভুলে যাই যে এই ছবি গুলা Google মামার নিজস্ব কোন ছবি না, Google মামা এগুলা বিভিন্ন  ওয়েবসাইট থেকে কালেকশান  করে। এখন  আমরা ওসব ছবি ব্যবহার করার ফলে বিভিন্ন কপিরাইট স্ট্রাইক এর সম্মুখীন হই যা আমাদের ওয়েবসাইট, ব্লগসাইট অথবা ইউটিউভ ভিডিও’র জন্য ক্ষতিকারক। তো এখন কীভাবে Google মামা থেকে এসব কপিরাইট ফ্রি Images ডাউনলোড করা যায় খুব সহজে তার বিস্তারিত এখানে এই ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
যার ফলে  আপনি কপিরাইট থেকে মুক্তি থাকবেন।
ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার  করবেন। ধন্যবাদ সবাইকে


Video link :
এখানে
Read More »

Friday, February 10, 2017

আয় করুন ফেইসবুক,গুগল,ইউটিউব এবং টুইটার থেকে খুব সহজে শুদু মাত্র লাইক,কমেন্ট শেয়ার করে প্রতিদিন ১ ডলার

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আমি দেখাব কি ভাবে ফেসবুক লাইক এবং টুইটার ফলো থেকে আয় করা যায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আসলে কি ফেসবুক লাইক এবং টুইটার করে আয় করা যায়? আমি বলব, হ্যাঁ ১০০% আয় করা যায় । আমি নিজে আয় করেছি। আপনি ইচ্ছা করলে দৈনিক ১ ঘন্টা কাজ করলে প্রথম দিন থেকেই ১$ আয় করতে পারবেন এবং দুই দিন কাজ করেই Payza আকাউন্ট এ ডলার নিতে পারবেন ।আর যদি কাওকে রেফের করাতে পারেন তাহলে তো কোন কথাই নেই কারন এতে আছে ৫০% রেফার সুবিধা । নিচে আমার Payment Proof দেখুন।


 
ফেইসবুক টুইটার থেকে আয়ের পেমেন্ট প্রুফ-bdtipstech
 ফেইসবুক টুইটার থেকে আয়ের পেমেন্ট প্রুফ-bdtipstech

keyword:আয় করুন ফেইসবুক গুগল টুইতার থেকে,আয় করে ইউটিউব থেকে,ফেইসবুক থেকে আয়ের পেমেন্ট প্রুফ,হ্যাক করুন লাইকসপ্লেনেট,ফেইসবুকে লাইক দিয়ে আয়,ভিডিও দেখে আয়,ফেইসবুক ফলো করে আয়,লাইক দিয়ে আয়,নতুনদের অনলাইনে আয়,

এখানে আয় করার পাশাপাশি ফেসবুকে দৈনিক ২০০০-৩০০০ লাইক নিতে পারবেন অথবা আপনার ব্লগের/ ওয়েব সাইটের এলেক্সা রেঙ্ক কমানোর জন্য প্রতিদিন ২০০০-৩০০০ ট্রাফিক আনতে পারবেন।


এখানে কাজ করতে গেলে যে সকল অ্যাকাউন্ট গুলো লাগবে -

১. Facebook.com

২. Twitter.com

৩. Google+.com

৪. Youtube.com

৫. Stumbleupon.com

৬. Instagram.com

৭. Linkedin.com

আপনি ইচ্ছা করলে সব গুলতে বা সুধু একটিটেও কাজ করতে পারবেন ।

চলুন শুরু করা যাক, প্রথমে sign up ক্লিক করুন নিচের মত একটি পেইজ আসবে।

                                                   SIGN UP LIKESPLANET
 
আয় করুন ফেইসবুক টুইটার থেকে
আয় করুন ফেইসবুক টুইটার থেকে-১ 

এখানে username , password, email  এবং captcha number দিয়ে register  করুন । তারপর আপনার ইমেইল কনফার্ম করে username এবং password দিয়ে লাইক্সপ্লানেট একাউন্ট login করুন ।


LikesPlanet এর সাথে facebook যুক্ত করার নিয়ম
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন। তারপর আপনার ইউজার নেম খুজে বের করুন যেমন আমার ইউজার নেম bdtipstech ।  ফেসবুক ইউজার নেমটি Copy করুন তারপর লাইক্সপ্লানেটের Earn Point/Money > Facebook > Photo/Post/video Album Like > Make sure এ গিয়ে আপনার ফেসবুক ইউজার নেম সেট করে নিন।নিচের চিত্রের মত।


 
আয় করুন ফেইসবুক টুইটার থেকে
আয় করুন ফেইসবুক টুইটার থেকে -২



কি ভাবে আয় করব?
এখন আপনার ফেসবুক এবং Likesplanet Login করুন । EARN POINTS/MONEY তে মাউস পয়েন্ট রাখুন তারপর Facebook> Page Likes এ ক্লিক করুন ।নিচের চিত্রের মত ।

 
আয় করুন ফেইসবুক টুইটার থেকে
আয় করুন ফেইসবুক টুইটার থেকে-৪ 
এভাবে Like করুন এবং পয়েন্ট আয় করুন । Like করার সময় অবশ্যই ফেসবুক একাউন্ট লগইন থাকতে হবে। ৫০০০ পয়েন্ট হলে ১ ডলার। এখানে Facebook Like, Photo/Post/Album Likes, Website Shares , Followers, Twitter Tweets, Followers, Youtube Likes , Dislikes, Google Votes, Linkdin Shares, Websites Traffic, Paid to  Do Jobs ইত্যাদি এর কাজ করে আয় যায়।

তারাতারি কাজ করার জন্য Google Chrome ব্রাউজার ব্যবহার করুন এবং  ব্রাউজারের  Load Image অফ করে দিন ।  Google Chrome এর Load Image -অফ করার জন্য--- Settings>Options>Under The Hood>Privacy>Content Settings>Images>Do not show any images ক্লিক করুন



কি ভাবে ডলার উত্তোলন করব ?

এখানে মাত্র ২ ডলার হলেই Cashout করা যায়  Payza অথবা Paypal  এর মাধ্যমে ।


Likesplanet থেকে মাসে কত টাকা আয় করা যায়?

এখানে নিজে লাইক করে আয় করবেন এবং অন্য কে Refer করাবেন কারণ Referral এর মাধ্যমে ৫০% আয় করতে পারবেন। আপনার Referral Link পাবেন > EARN POINTS/MONEY> Earn to Referral   ।.ধরুন আপনি ৫০ জনকে রেফার করেছেন এবং তারা প্রত্যকে প্রতিদিন ২০ সেন্ট করে আয় করে ,তাহলে আপনার আয় হবে ৫০× ১০ সেন্ট = ৫০০ সেন্ট বা ৫ ডলার প্রতিদিন, ×৩০=১৫০ ডলার প্রতিমাসে। যত বেশি রেফার তত বেশি আয়।

লাইক্সপ্লানেটের মত এইরকম অনেক সাইট আছে কিন্তু আমার মতে লাইক্সপ্লানেট ই বেস্ট । কারন এতে আছে ৫০ ভাগ রেফার সুবিধা । তাই দেরি কেন আজি শুরু করুন ।
কোন সমস্যা হলে কমেন্ট করুন ।
আমার রেফার দিয়ে সাইন আপ করবেন তাহলে যেকোনো ধরনের সহায়তা করবো।

 শেয়ারইয়েটঃএরকম আরেকটি সাইট শেয়ারইয়েট।সাইন আপ করতে ক্লিক করুন sign up shareyt .কাজের ধরন প্রায় একই.বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আয় করুন শেয়ারইয়েট থেকে


 কিভাবে শেয়ারইটে কাজ করতে দেখুন how to earn from shareyt


যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Thursday, October 27, 2016

How to download youtube video without any software

Welcome on true online tips.today I will share How to download youtube video without any software.how is it.Firstly, go to the http://www.youtube.com/ or
particular video which you want to download. Copy video URL by selecting web address or you can also use shortcut key such as Ctrl + L or F6 to highlight the text of address bar, and then Ctrl + C to copy video URL.when Once this address has been copied, you need to open a website: http://en.savefrom.net and paste copied URL in text field.  After that click on Download Video button or icon.now select video quality and click on Download Button.
 You can do this shortly by add ss before youtube.com for example ssyoutube.com/watch?v=QZ38Otm2Dqw&index=1&list=WL
How to download youtube video without any software
 How to download youtube video without any software

keyword:
free download youtube video,download youtube  video,Download youtube video with one click or without any software,কোন সফট্যায়ার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করুন,ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সহজে,easy downlaod youtube video,one click download youtube video,কোন সফট্যায়ার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করুন,how to download from youtube,how to download youtube video.


- See more at: http://trueonlinetips.blogspot.com/2016/02/change-folder-colour-in-windows.html#sthash.eFAZ7Rxh.dpuf
- See more at: http://trueonlinetips.blogspot.com/2016/02/change-folder-colour-in-windows.html#sthash.eFAZ7Rxh.dpuf

Hope now doesn,t have any problem for downloading youtube video.please share with your friend and leave a comment.thanks.

Read More »

Tuesday, March 29, 2016

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন খুব সহজে



bd tips tech আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেনআজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে ফেইসবুক
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status