Ads By Blogger

Wednesday, June 28, 2017

আর্কিটেকচার কী?কেন আর্কিটেকচার পড়বেন?

আর্কিটেকচার কি?
আর্কিটেকচার এর মানে হল বিল্ডিং এর ডিজাইন করা এটা ডাক্তার বা আইনজীবীদের মত একটি পেশা আবার , একই সাথে এই ডিজাইন করার মাধ্যমে যে সুন্দর বিল্ডিংটা তৈরী হয় সেই বিল্ডিংকেও আর্কিটেকচার বলা হয় তাই আর্কিটেকচার দিয়ে একাধারে বিল্ডিং ডিজাইনের প্রক্রিয়া এবং প্রক্রিয়ার ফলাফল দুইই বোঝায়

যিনি এই ডিজাইন করেন, সেই ব্যাক্তিই হলেন আর্কিটেক্ট
আর্কিটেকচার কী?কেন আর্কিটেকচার পড়বেন?
আর্কিটেকচার কী?কেন আর্কিটেকচার পড়বেন?

আর্কিটেকচার কি? আর্কিটেক্ট কে?,মনোলিথিক এবং মাইক্রোসার্ভিস আর্কিটেকচার কি,আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং,পড়ার বিষয় আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং,আর্কিটেকচার বই,আর্কিটেকচারএন্ড ইন্টেরিয়র ডিজাইন,সিভিল ইঞ্জিনিয়ারিং

বাংলায় বললে,
আর্কিটেকচার= স্থাপত্য = ডিজাইন করার পেশা এবং ডিজাইন করা বিল্ডিং
আর্কিটেক্ট = স্থপতি= যিনি বিল্ডিং ডিজাইন করেন
উদাহরনঃ
ভুল= করিম সাহেব একজন আর্কিটেকচার
সঠিক= করিম সাহেব একজন আর্কিটেক্ট
ভুল= নবনীতা আর্কিটেক্ট পড়ে
সঠিক= নবনীতা আর্কিটেকচার পড়ে
ভুল= রুমানার নকশায় প্রস্তুত এই স্থপতি কাজটি সবার ভাল লেগেছে
সঠিক= রুমানার নকশায় প্রস্তুত এই স্থাপত্য কাজটি সবার ভাল লেগেছে
সঠিক= রুমানার নকশায় প্রস্তুত এই স্থাপনাটি সবার ভাল লেগেছে
সঠিক= স্থপতি রুমানার ভাল স্থাপত্য কাজের উদাহরন হিসাবে এই স্থাপনাটি সবার ভাল লেগেছে
[বি:দ্র: যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশুনা করে তাদেরকে আর্কিটেক্ট বলা হয়]

*আর্কিটেকচার নিয়ে পড়বো কেনো?
#আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন একটি চার বছর মেয়াদী কোর্সসময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ক্ষেত্রও বাড়ছেনিত্য নতুন এসব ককর্মক্ষেত্রে নিজেদের যুক্ত করে অনেকেই সফলভাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলছেনআমাদের দেশে তেমনি একটি কর্মক্ষেত্র হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং
প্রতিটি স্থানকে কাজে লাগিয়ে আসবাব,লাইট,গৃহসজ্জা,সামগ্রীর যথাযথ ব্যবহারে মাধ্যমে বাড়ি,অফিস বা যেকোনো প্রতিষ্ঠানে আরামদায়ক নান্দনিকভাবে উপস্থাপন করাই আর্কিটেকচার এবং ইন্টরিয়র ডিজাইনের প্রধান লক্ষ্যআর যিনি এই কাজ দক্ষতার সাথে করে থাকেন তিনি আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার
*মানুষ একদিকে যেমন একদিকে চায় নিজেকে সুন্দর ভাবে দেখতে অন্যদিকে চায় তার আবাসস্থল এবং ভেতরের সাজসজ্জা অফিস-আদালত,হাসপাতাল,বিদ্যালয় ইত্যাদি থেকে শুরু করে সব কিছুর সৌন্দর্য বৃদ্ধি করতে আর কাজটা করা হয় একজন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার দ্বারাআপনি যেই ঘরে বসবাস করেন সে ঘরের দেয়াল, মেঝে,দরজা-জানালা,আসবাব,এমনকি পর্দাটা বা কেমন হবে সে হিসাব করবেন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনারএক কথায় বলা যায় যে,স্থাপনার  বাইরের সৌন্দর্য,ঘরের ভিতরের দেয়ালের রং,মানানসই আসবাব পত্রের ডিজাইন রং থেকে শুরু করে স্বল্প পরিসরের জায়গায় কিভাবে প্রোপার ইউস করা যায়, সে বিষয়ে যাবতীয় ডিজাইন বাস্তবায়ন করাটাই আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনের কাজ
বি:দ্র:যদি সকল ইঞ্জিনিয়ারের বস হতে চান তাহলে আর্কিটেকচার নিয়া পড়া-লেখা করুন
*কিভাবে সকল ইঞ্জিনিয়ারের বস আর্কিটেক্ট তা আমরা পরের পর্বে আলোচনা করবো
আর্টিকেলটি জমা দিয়েছেন Kawser Ahmed
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
Read More »
ads

Saturday, June 10, 2017

গোল্ডফিস নিয়ে কিছু মজার মজার তথ্য,মিস করছেন না তো!!!

bd tips tech এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আপনাদের গোল্ড ফিশ সমন্ধ্যে কিছু মজার তথ্য শেয়ার করবো।
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
গোল্ড ফিস-বিডি টিপ্স টেক
 জেনে নিন অজানা কিছু মজার তথ্য!!,মাছ নিয়ে কিছু মজার তথ্য,বিজ্ঞানের কিছু মজার তথ্য,জাতীয় মাছ ইলিশের মজার কিছু তথ্,গভীর সাগরের অসাধারণ ১০ তথ্য জেনে নিন

)ফিসটাকে আপনিই দিচ্ছেন তো খাবার নিয়মিত,তাহলে জেনে রাখুন,সে আপনার চেহারা সহজে শনাক্ত করতে পারে
) আপনি হয়তো কোন কিছুর প্রতি ৮সেকেন্ড মনোযোগ রাখতে পারেন যেখানে গোল্ডফিস সেকেন্ড রাখতে পারে, কারণ,তার আপনার মতো স্মার্টফোন নেয় https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f9f/1/16/1f61b.png😝

)আপনার চেয়ে আপনার অ্যাকুরিয়ামের গোল্ডফিসটি অনেক বেশী রং শনাক্ত করতে পারে এমনকি ইমফ্রারেড,আলট্রা ভায়োলেট রে শনাক্ত করতে পারে

)গোল্ডফিস খাবার আর ঝগড়ার সময় শব্দ করে,যদিও আপনি শোনতে পান না
৫)গোল্ডফিশকে অন্ধকার স্থানে রাখলে এটি বর্নহীন হয়ে যায়।

)গোল্ডফিস ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে শুরু করে বরফে পর্যন্ত বাঁচতে পারে

)হাত দিয়ে দেখুননা,আস্ত হাত খেয়ে ফেলবে,তাদের মুখ দিয়ে ঢোকে এমন সাইজের মাছ এমনকি নিজের জাতের মাছ আস্ত খেয়ে ফেলে

)৩০০ প্রজাতির বিভিন্ন গোল্ডফিস আছে এবং তারা ৪০ বছরেরও বেশী বাঁচতে পারে

)যদি দাবি করেন সবচেয়ে বড় গোল্ডফিসটি আপনি দেখেছেন,তাহলে মনে করে দেখুন সেটি একটি বিড়ালের সাইজের সমান(১৮.inchi) ছিল কিনা

১০)গোল্ডফিসের পাকস্থলী নেয়,একটি লম্বা লাইন পাকস্থলী এবং অন্ত্রের কাজ করে
১১)নেত্রপল্লব না থাকার কারনে গোল্ডফিস তার চোখ বন্ধ করতে পারে না ।
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Saturday, May 27, 2017

রবি সিমে নিয়ে ৯ টাকায় ১ জিবি

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।রবি দিচ্ছে বন্ধ সিমে ৯ টাকা ১জিবি।
১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাক ব্যবহার করতে পারবেন
ইন্টারনটে ব্যালন্সে চকে করতে ডায়াল *১২৩*৩*৫# অথবা *৮৪৪৪*৮৮#
+সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারর্চাজ
৩০ দিনের জন্য স্পেশাল কলরেট ১৯ টাকা রিচার্জে
 
রবি সিমে নিয়ে ৯ টাকায় ১ জিবি
রবি সিমে নিয়ে ৯ টাকায় ১ জিবি

রবিতে ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট, সাথে ৩ জিবি ফ্রি,রবি বন্ধ সিমের অফার 2016,রবি নতুন সিমের অফার,রবি ১৯ টাকায় ১ জিবি,9 টাকায় ১ জিবি,৯ টাকায় ২ জিবি জিপি,১ টাকায় ১০০ এমবি,9 টাকায় 1 জিবি gp,রবি বন্ধ সিম অফার ২০১৬

রবি - রবি এয়ারটেল ২৫ পয়সা/ মিনিট
রবি - অন্য অপারটের ৬০ পয়সা/ মনিটি
মেয়াদ ৩০ দিন
ব্যবহার করতে পারেন দিন রাত ২৪ ঘন্টা
১০/সকেন্ডে পালস প্রযোজ্য
(+সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারর্চাজ)
১৯ টাকা রিচার্জ ব্যতীত যেকোনো নম্বরে কলরেট ২১ পয়সা/ ১০ সেকেন্ড (+সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ)

বন্ধ সংযোগের জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকা

এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A <>০১৮xxxxxxxx লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে
রবি প্রিপেইড বন্ধ সিম'র গ্রাহকরা  ( পোস্টপেইড , উদ্যোক্তা ,কর্পোরেট, ইজিলেড ব্যতীত) এই অফারের আওতাভুক্ত
গ্রাহকগণ তার বন্ধ রবি নম্বর থেকে যেকোন পরিমাণ রিচার্জ বা আউটগোয়িং কল, এসএমএস বা অন্য কোনও রাজস্ব উৎপাদক কর্মকান্ড করে পুনরায় নম্বরটি চালু করতে পারেন । নম্বরটি চালু হবার পর ৭২ ঘন্টার মধ্যে কনফার্মেশন একটি এসএমএস পাবেন এবং নম্বরটি বন্ধ সিমের অফারে স্থানান্তরিত হবে । এর পরেই উল্লিখিত অফার গুলো উপভোগ করা যাবে ।
উদাহরণ: ধরা যাক গ্রাহক তার বন্ধ সিমটি ১০ টাকা রিচার্জ করে  সক্রিয় করেছেন । এরপর ৭২ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে তিনি বন্ধ সিমের  অফার সম্পর্কে নিশ্চিত হবেন ।এই কনফার্মেশন এস এম এস টি পাবার পর থেকে গ্রাহক ৯টাকা -তে ১জিবি আর ১৯ টাকা  রিচার্জে স্পেশাল কল পাওয়া শুরু করবেন।  বন্ধ সিমটি  চালু করা থেকে কনফার্মেশন এসএমএস পাওয়ার মধ্যবর্তী সময়ে গ্রাহক এই অফার সমূহ  উপভোগ করতে পারবেন না ।  এই মধ্যবর্তী সময়ে গ্রাহক তার রেগুলার প্যাকেজের রেট উপভোগ করবেন

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে
রবি কর্তৃপক্ষ যেকোনো সময় অফার বন্ধ বা  অফারে   সংযোজন বিয়োজন আনতে  পারবেন সংশ্লিষ্ট

** উপরিউক্ত মূল্যের সাথে ৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

গ্রামীণফোনে নিয়ে নিন ২জিবি মাত্র ১১ টাকায়

bd tips tech আপনাদের সবাইকে স্বাগতম।আজকের টিউনের মূল বিষয় গ্রামিণফোন সিম এ ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক।

গ্রামিণফোন সিমের এই অফার টা আমরা অনেক বার পেয়েছি এবং আবার এই অফারটা বন্ধ ও হয়ে যায় মাঝে মাঝে তাই তখন আমাদের একটু সমস্যায় পড়তে হয়।

তাহলে চলুন দেখে নিন কারা কারা এই অফার টা পাবেনঃ
যারা একটানা ৩ মাস গ্রামিণফোন সিম বন্ধ রাখছে এবং তিন মাসে ১৫০ কেবির নিচে ইন্টারনেট ব্যবহার হওয়া লাগবে।
গ্রামীণফোনে নিয়ে নিন ২জিবি মাত্র ১১ টাকায়
এবার দেখুন কিভাবে বুঝবেন আপনি এই অফারের আওতায় আছেন কিনা।

আপনার যে কোন গ্রামিণফোন সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন BHK NUMBER সেন্ড করুন 9999 নাম্বারে।

যেমনঃ BHK 01780000000 > 9999 এ পাঠিয়ে দিন। তারপর যদি ইলিগেবল হয় তাহলে আপনি পাবেন ১১ টাকায় ২ জিবি।

যদি এমন আসে তবে যে নাম্বার এর জন্য মেসেজ করেছিলেন সেই সিম টি ওপেন করুন টাকা লোড দিন। ১৫ টাকা দিলেই হবে। কাটবে কিন্তু ১১ টাকা।

সিম ওপেন করে ডায়াল করুন *111*90# সাথে সাথে ১১ টাকা কেটে নিবে এবং পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট

তারপর আপনার ইন্টারনেট প্যাক চালু হলে একটা মেসেজ পাবেন

তাহলে আর দেরি কেন বন্ধ সংযোগ থাকলে আপনি নিজেও চেষ্টা করে পেতে পারেন ১১

টাকায় ২ জিবি আর হ্যা এটা সর্বোচ্চ ৪ বার পাবেন।
প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Sunday, May 21, 2017

Download Bd Tips Tech Android Apps



Bd Tips Tech android apps
Bd Tips Tech android apps

bd tips tech,bd bangla bd tech,bd android apps,bd tech tips bangla,bd tutorial bangla,bd tips tricks bangla,bd online earn tips tech,bd,blogger tips,bd facebook tips,bangla video tutorial,bangla free internet tips,free ebook bangla,বিডি টিপস টেক,অনলাইনে আয়,জিপি ফ্রি ইন্টারনেত,বাংলা টিপ্স এন্ড ট্রিক্স


যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Friday, May 19, 2017

কিভাবে ফেইসবুক পেইজে নতুন এডমিন অথবা অথার যোগ করতে হয়

bd tech tunes এ আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেইসবুক পেইজে নতুন অথার অথবা এডমিন যোগ করবেন।

 ফেইসবুক এখন প্রচারণার অন্যতম একটি মাধ্যম। পণ্য কিংবা ব্যক্তিগত ব্লগের প্রচারণার জন্য ফেইসবুক পেইজ বেশ গুরুত্বপূর্ণ।

কিওয়ার্ড :বাংলা ফেইসবুক টিপ্স,ফ্রি টিপ্স বাংলা,বাংলা ফেইসবুক হ্যাকিং টিপ্স,কিভাবে হ্যাক করবেন ফেইসবুক একাউন্ট, ফেইসবুক পেইজ টিপ্স বাংলা,বাংলা টিপ্স ট্রিক্স,বাংলা টেক ব্লগ,বাংলা অনলাইনে আয়ের টিপ্স,টেক টিউন্স বাংলা, বাংলা ব্লগার হেপ্ল বিডি,বাংলা প্রযুক্তি ব্লগ,bd tech tips,bd tips bangla,bd tech tunes,trick bd babgla, bd tech,bd tips,bd online earn, bdtutorial, bd Android tips,tech tips online

তাই ফেইসবুকে পেইজটিকে প্রতি মহূর্তে আপডেট রাখতে হয়। অনেক সময় একজনের পক্ষে এটা পেইজ ম্যানেজ করা সম্ভব হয় না। তাই একাধিক ব্যক্তিকে পেইজের এডমিন বা এডিটর বানিয়ে দিয়ে পেইজ পরিচালনার কাজটি সহজ করা যায়।

কিভাবে একাধিক ব্যক্তিকে পেইজ পরিচালনায় যুক্ত করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।



ফেইসবুকে লগইনেপর পর যে পেইজে নতুন এডমিন যুক্ত করা হবে সেটিতে যেতে হবে। সেখান থেকে পেইজের উপরে থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে।

পেইজে নতুন এডমিন যোগ করতে হয়
পেইজে নতুন এডমিন যোগ করতে হয়
এরপর নতুন একটি ড্যাসবোর্ড চালু হবে পেইজে। সেখান থেকে বাম পাশ থেকে ‘page roles’-এ ক্লিক করতে হবে।



তারপর ‘ assign a new page role’-এর নিচে যাকে পেইজের এডমিন করতে হবে, তার নাম লিখতে হবে। এরপর পেইজে যাকে যুক্ত করা হচ্ছে তার রোল কি হবে সেটিও ঠিক করে দিয়ে এড বাটনে ক্লিক করতে হবে্।


পরবর্তী ধাপে নিরাপত্তার জন্য ফেইসবুকের পাসওয়ার্ড দিয়ে সবামিট বাটনে ক্লিক করতে হবে।

তাহলে ওই ব্যক্ত পেইজের এডমিন হয়ে যাবেন।

রিভুম করতে চাইলে একই ভাবে পেইজ রোলে গিয়ে Existing Page Roles এর Jump to Section এ ক্লিক করুন।তাহলে এডমিনের তালিকা দেখতে পাবেন।সেখান থেকে এডিট এ ক্লিক করলে রিমুভ করার অপশন পেয়ে যাবেন।
 

যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status