১.
earth একমাত্র গ্রহ (সোলার সিস্টেমে) যার নাম কোনো গ্রিক গডের নামে রাখা হয় নি।
২. প্রতি সেঞ্চুরিতে আমাদের দিনের সময়কাল ২ মিলিসেকেন্ড বাড়ে। ২০০ মিলিয়ন বছর পর ২৫ ঘন্টায় দিন হবে। ৬২০ মিলিয়ন বছর আগে ২১.৯ ঘন্টায় দিন হত। ২০১১ সালের জাপানের ভূমিকম্পে পৃথিবী তার দিন থেকে ১.৮ মাইক্রোসেকেন্ড হারায়।
২. প্রতি সেঞ্চুরিতে আমাদের দিনের সময়কাল ২ মিলিসেকেন্ড বাড়ে। ২০০ মিলিয়ন বছর পর ২৫ ঘন্টায় দিন হবে। ৬২০ মিলিয়ন বছর আগে ২১.৯ ঘন্টায় দিন হত। ২০১১ সালের জাপানের ভূমিকম্পে পৃথিবী তার দিন থেকে ১.৮ মাইক্রোসেকেন্ড হারায়।
অবিশ্বাস্য এবং অজানা কিছু বৈজ্ঞানিক ফ্যাক্ট বৈজ্ঞাণিক তথ্য,পৃথিবী নিয়ে কিছু
তথ্য,অজানা কিছু তথ্য,bd tech blog,bd
techtunes,bd trickbd,bd blog
list,bangla tech blog,bangla science blog
৩.আপনি যদি নর্থ পোল থেকে একটা টানেল দিয়ে লাফ দিয়ে সাউথ পোলে পৌছাতে চান তাহলে কমপক্ষে ৪০ মিনিট লাগবে। (বাতাসের বাধা বাদ দিয়ে)
৪.একটা থিউরি আছে, মংগল গ্রহের সমান এক রহস্যময় গ্রহের সাথে ধাক্কায় পৃথিবী প্রায় ধংস হয়ে গিয়েছিলো। ধাক্কায় পৃথিবীর চারিদিকে একটা শনির রিং এর মত তৈরি হয়.... সেটাই আজকের চাঁদ
৫. পৃথিবীর ভূস্তরের ৬৬০ কিমি নিচে পানির বিশাল জলাধার রয়েছে। এছাড়া ভূস্তরের নিচে এত পানি আছে যা সমুদ্রকে ৩ বার পূর্ন করলেও শেষ হবে না।
৬. ৩০০ মিলিয়ন বছর আগে সব গুলো মহাদেশ এক সাথে ছিলো এক সুপার কন্টিনেন্ট হিসেবে। নাম ছিলো তার প্যাঞ্জিয়া। ২৫০ মিলিয়ন বছর পর মহাদেশ গুলো আবার একসাথে হবে। তার নাম দেয়া হয়েছে প্যাঞ্জিয়া আলটিমা। প্রতিবছর হাওয়াই আলাস্কার দিকে ৩ ইঞ্চি করে এগুচ্ছে।
৭. ১.১ বিলিয়ন বছরের মধ্যে সূর্য ১০% বেশি গরম হবে। ৪ বিলিয়ন বছর পর সমুদ্রের সব পানি শুকিয়ে যাবে। তাপমাত্রা হবে ৭৫০ ফারেনহাইট। ৭.৫ বিলিয়ন বছর পর পৃথিবী মংগল গ্রহের কন্ডিশনে চলে যাবে। আর সূর্য তাকে গ্রাস করে ফেলবে। (রেড জায়ান্ট হবার কারনে)
৮.পৃথিবী আগে পারপল কালার ছিলো! আগের দিনের গাছ গুলো সবুজ ছিলো না। ক্লোরোফিল না ব্যবহার করে ওরা রেটিনাল ব্যবহার করতো যার ফলে বেগুনি কালার শো করতো। এর পর রেটিনাল ক্লোরোফিলে আপগ্রেড হয়। কারন ক্লোরোফিল অনেক ইফিশিয়েন্ট
৯. স্থলভাগের সব চেয়ে উচু পর্বত কোনটা? এভারেস্ট? নোপ! পৃথিবীর কেন্দ্র থেকে ধরলে মাউন্ট শিম্বোরাজো সবচেয়ে উচু।
১০. পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দিন দিন আনস্টেবল হচ্ছে।
তবে বিজ্ঞানিদের ধারনা ম্যাগনেটিক ফিল্ড উলটে গেলেও মানুষের উপর খুব একটা সমস্যা হবে না।
১১. পৃথিবীর সমুদ্রের ৯৫% আমাদের এখনো অজানা। মহাকাশ নিয়ে অনেক কিছু জেনে কি হবে? নিজের বাড়ি সম্পর্কে যদি না জানি?!!
১২. এন্টার্কটিকা বাদে পৃথিবীতে একটাই জায়গা আছে যা কোনো দেশের আওতায় নেই। এর নাম Bir Tawil. এটা সুদান আর ইজিপ্ট এর মধ্যে অবস্থিত। কেও চায় না এই জায়গা তাদের করে নিতে।(কেন চায় না জানা নাই আমার)
১৩.প্রতিদিন পৃথিবী থেকে ২০০ প্রজাতির প্রানি বিলুপ্ত হচ্ছে । এই রেট ডায়নাসোর দের সময়ের আগে দেখা যায় নি। পৃথিবীতে ৮.৭ মিলিয়ন প্রজাতির প্রানি আছে। বিজ্ঞানিরা বলছেন পৃথিবীর ৬ নাম্বার extinction event এর কারন প্রকৃতি নয় পুরাটার জন্যেই মানুষ দায়ী হবে।
১৪. পৃথিবীর মত সেম কন্ডিশনের (প্রান সহ) আরেকটা গ্রহ পাওয়ার সম্ভাবনা ০.০০০০০০০০০০০০০০০০০০০০০১ %
সো বুঝতেই পারতেসেন কত ভ্যালু আমাদের এই গ্রহের? অস্তিত্ব টিকিয়ে রাখতে একদিন না একদিন ছেড়ে যেতে হবে অবশ্যই কিন্তু যতদিন থাকা যায় ততদিন না হয় আমরা একটু কেয়ার করলাম!? সে তো আমাদের মায়ের মতোই
ফেইসবুক থেকে সংগ্রিহীত।
যেকোনো প্রয়োজনে আমরা আছি
আমাদের ফেইসবুক গ্রুপ bd tech group
ফেইসবুক পেইজ bd tips tech
ইউটিউব চ্যানেল Youtube channel
No comments:
আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন