Ads By Blogger

Sunday, February 16, 2020

কিভাবে Android এবং computer এ অটো আপডেট বন্ধ করবেন এবং ডাটা সেভ করবেন

(bd tips tech) বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকেই সাধারণ একটা সমস্যার মুখোমুখি হন প্রায়ই। ব্যবহার না করলেও ইন্টারনেট প্যাকেজের নির্ধারিত পরিমাণের ডেটা (সাধারণত মেগাবাইট বা এমবি) কেনার কিছু সময় পরই সব ডেটা শেষ হয়ে যায়। ফলে ইন্টারনেট বিলে বাড়তি খরচ মেটাতে হয়। কম্পিউটার বা বহনযোগ্য যেকোনো যন্ত্রে ইন্টারনেট সংযোগ নেওয়ামাত্র সেগুলো তাদের সিস্টেম বা অ্যাপলিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা শুরু করে। এসব সেটিংস বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকে ঠিক করা থাকে। তাই ব্যবহারকারীর অজান্তেই ইন্টারনেট ডেটা খরচ হতে শুরু করে। কম্পিউটার, মুঠোফোন বা বহনযোগ্য যন্ত্রের স্বয়ংক্রিয় হালনাগাদ নিয়ন্ত্রণ করে অযথা ইন্টারনেট ডেটা খরচের ব্যাপারটা কমিয়ে আনা যায়। যদিও ব্যবহারকারীর নিরাপত্তা এবং উন্নত ব্যবহার নিশ্চিত করতে স্বয়ংক্রিয় হালনাগাদ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।

এটিও পড়ুন Computer চালু বন্ধের সময় জানুন সহজে

কম্পিউটার ব্যবহারকারীরা ইচ্ছে করলে তাঁদের অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার হলে Control Panel/System and Secutiry/Windows Update পর্যন্ত গিয়ে Change Settings ক্লিক করে ইম্পোর্টেন্ট আপডেটস মেনু থেকে Never check for updates অপশনটি নির্বাচন করে দিন।

অথবা স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ বাক্সে Update লিখে ফলাফল থেকেও উইন্ডোজ আপডেট অপশনটি পাওয়া যাবে। উইন্ডোজ ১০ সিস্টেম হলে স্টার্ট মেনুতে ক্লিক করে Settings/Network & Internet/Advanced Option/Set as metered connection চালু করে দিন।
কম্পিউটারে ডাটা সাশ্রয় করার জন্য নেট লিমিটার ফ্রি ভার্সন সফটয়্যারটি ব্যবহার করতে পারেন।যা দিয়ে নির্দিষ্ট সফটয়্যারের ডাটা কানেশন বন্ধ করে দিয়ে পারবেন।

এটিও পড়ুন laptop এর key-board কাজ না করলে

অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারী হলে প্লেস্টোর অ্যাপটি চালু করুন। ওপরে বাঁয়ে থাকা সেটিংস মেনুতে চাপ দিয়ে আবার Settings অপশনে চাপ দিন। প্রথমেই থাকা Auto-update apps অপশনে চাপ দিয়ে Do not auto-update apps অপশনটি চেপে দিন।

এন্ড্রয়েডে ডাটা উইসেজ কমাতে settings থেকে data usages এ ক্লিক।তারপর menu বাটুন চেপে restriction background data চেক করে দিন।

আশাকরি এই টিপ্স গুলি আপনার ডাটা খরচ অনেকটা কমিয়ে আনবে।শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
Read More »
ads

Monday, February 10, 2020

কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং তার প্রতিকার

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতমআশাকরি সবাই ভাল আছেনমাঝে মাঝে কম্পিউটারে ছোট-খাটে ঝামেলা দেখা দেয়কিন্তু সেটার সমাধান না জানার কারণে আরও জটিল হয়ে যায়
এমন কিছু সাধারণ সমস্যার সহজ সমাধান দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে
কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং  তার প্রতিকার
কম্পিউটারের কিছু সাধারণ সমস্যা এবং  তার প্রতিকার 

keyword :কমম্পিউটারের সাধারণ সমস্যা,কম্পিউটারের হার্ডওয়্যার সমস্যা,কম্পিউটার চালু হচ্ছে না,কিভাবে সিস্টেম রিস্টোর করতে হয়,কিভাবে সিস্টেম ব্যাকআপ রাখবেন,কিভাবে সিস্টেম ফাইল চ্যাক করবেন,কিভাবে সফটওয়্যার আইনইন্সটল করবেন,কম্পিউটারের কিছু সমস্যার সমাধান,ককম্পিউটার চালু না হলে কি করবেন,bd technology,বাংলা টেক সাইট,বাংলা টেকনোলজি সাইট

কম্পিউটার চালু না হলে

কম্পিউটার কখনো চালু না হলে সেফ মুড থেকে বুট করা যায়এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে কি-বোর্ড থেকে F8 চাপুনতালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবেকম্পিউটার চালু হতে সমস্যা হলে Windows Startup Repair চেপে তা ঠিক করা যায়এটি স্টার্টআপ (চালু হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু (বুট) করে



সিস্টেম রিস্টোর পয়েন্ট

কম্পিউটার চালাতে গেলে নানা সমস্যা দেখা দিতে পারে, এ কারণে ভালো অবস্থাতেই সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে লাগানো যাবেএ জন্য Start Menu থেকে Accessories-এ যানSystem Tools থেকে System Restore-এ ক্লিক করে খুলুনঅথবা উইন্ডোজ সাত বা আটের স্টার্ট মেনুতে rstrui. exe লিখে এন্টার চাপুনসিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে কিছুক্ষণ অপেক্ষা করুনপরের ধাপে Finish চাপলে নতুন সিস্টেম পয়েন্ট তৈরি হবেভবিষ্যতে উইন্ডোজের যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে

সিস্টেম ফাইল চেকার

কম্পিউটারের সিস্টেমগত কোনো সমস্যা তৈরি হলে সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়সাধারণত কম্পিউটারের কোনো ফাইল প্রতিস্থাপিত (রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি দূর করেএ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুনCommand Prompt এলে তাতে মাউসের রাইট ক্লিক করে Run as administrator চেপে খুলুনএবার কমান্ড প্রম্পটে sfc/scannow লিখে এন্টার চাপুনকিছুক্ষণ সময় নিয়ে রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা জানিয়ে দেবে

অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার মুছুন

কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল থাকা প্রোগ্রামগুলো চেক করে নিনযদি অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে সেটি মুছে ফেলাই ভালো


আশাকরি টিপ্স গুলি আপনাদের কাজে আসবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না
Read More »

Friday, January 10, 2020

কিভাবে আপনার ফেইসবুক পেইজের এডমিনদের সো করাবেন

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন।আমি আজ দেখাব কিভাবে ফেইসবুকে
আপনি আপনার পেইজে এডমিনদের সো করাবেন।আর্থাৎ আপনার ফেইসবুক পেইজের এড কে ককে ভিজিটররা তা দেখতে পাবে।সাধারনত ডিফল্টভাবে অপশনটি চালু থাকে না।চালু করতে চাইলে প্রথমে আপনার পেইজে গিয়ে edit settings গিয়ে more আপশন featured চলে যান।

তারপর edit feature page owner এ ক্লিক করুন।

তাহলে নতুন একটি পেইজ ওপেন হবে।এখানে আপনি যাকে এডমিন হিসেবে তার পাশে টিক দিয়ে সেভ করে বের হয়ে আসুন।তারপর view page ক্লিক করে about এ ক্লিক করলে page admin নিচে আপনার ছবি এবং নাম দেখতে পারবেন।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Saturday, June 15, 2019

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-2)


গত পর্বে আলোচনা করেছি computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)
ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন।
সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের
Application –টিতে Right/ডান ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-টির প্রসেস দেখাবে।
উক্ত Process এর উপরে Right Click করে Set Priority থেকে ‘AboveNormal’ সিলেক্ট করে দিন।

ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application (যেমন Mozilla Firefox) –টিতে Right ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।
উক্ত Process এর উপরে Right Click করে ‘Set Priority’ থেকে ‘High’ সিলেক্ট করে দিন।

প্রথমে Start> Run> type: regedit লিখে এন্টার দিন। রেজি: কী ওপেন হবে অতপর রেজি: হতে নিম্নরুপ কাজগুলো করুন-
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RemoteComputer\NameSpace\এই ঠিকানাতে গিয়ে {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এরকম একটা key পাবেন..এটা ডিলিট করে দেন।ভয় পাবার কোন কারন নাই। ইচ্ছা করলে ব্যাকআপ রাখতে পারেন।

এটিও পরুন: এন্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ন কোড দেখে নিন

প্রথমে আপনার কম্পিউটারের Run ওপেন করুনRun এ cmd লিখে এন্টার দিন
দেখুন নিচের ছবির মত একটি উইন্ডো এসেছে

এবার এখানে নিচের command দিন এবং এন্টার দিন ipconfig/all এবার দেখুন এখানে অনেক গুলু লিখা এসেচে এবার একান থেকে আপনার DNS SERVER লাইন টা খুঁজে করুন।নিচের ছবির এর মতো DNS SERVER এর IP টা NOTEPAD এ লীখে রাখুন বা মনে রাখুন।এবার নিচের COMMAND টা দিন।ping এর পর আপনার আইপি টা দিন এবং -t দিনযেমন ping 117.23.255.110-t এবার এন্টার দিন।ব্যাস কাজ শেষ ।আবার দেখুন ইন্টারনেট এর স্পীড বেড়ে গেসে। এটা মূলত আপনার DNS server থেকে স্পীড হ্যাক করা।এবার যতক্ষন ইন্টারনেটে থাকবেন এইটা চালু রাখুন।
এবার goto control panel> printers and other hardware এ গিয়ে phone and mode options সিলেক্ট করুন ।দেশের নাম bangladess select করুন।area code ঘরে ০২ দিন।এ বার modem এ কিল্ক করে আপনার modem select করে properties এ যান ।তারপর advance এ click করুন এবং ফাঁকা লিখুন at&fx তারপর ok ।

my computer এর properties এ যান।তারপর advanced এ click করুন।তারপর performance এর settinges এ click করুন। custom এ click করে আপনার প্রয়োজনীয় গুলো রেখে বাকিগুলু uncheek করেদেন।

এই ট্রিকস গুলো উইন্ডোজ এক্সপির জন্য প্রযোজ্য। উইন্ডোজ সেভেনের একটু খোঁজাখোজি করলে পেয়ে যাবেন।
Read More »

Saturday, May 18, 2019

সেরা হোস্টিং সাইট রিভিউ- bd tips tech

বিডি টিপ্স টেকে আপানাদের স্বাগতম।আাশাকরি সবাই ভালো আছেন।আজ আপনাদের সাতে আলোচনা করবো bluehost কেনো সেরা  সাইট।সেরা হোস্টিং সাইট রিভিউ আমরা আমাদের সাইট ম্যানেজ করার জন্য হোস্টিং ব্যবহার করে থাকিযদি বলা হয় সব থেকে ভাল এবং সেরা হোস্টিং কোনটি তাহলে আমি নিঃসন্দেহে বলব BlueHost BlueHost ওয়েব হোস্টিং এর পাশাপাশি ডোমেইন সেবা দিয়ে থাকে,অন্য কোম্পানির তুলনায় BlueHost অনেক সাশ্রয়ী 
সেরা হোস্টিং সাইট রিভিউ-bd tech tips
সেরা হোস্টিং সাইট রিভিউ

ফ্রি ওয়েব হোস্টিং সাইট (2019): $ 0 খরচে হোস্ট ওয়েবসাইটগুলি সেরা পরিচালিত ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডারস  ফ্রি ডোমেইন ও হোস্টিং এর নির্ভরযোগ্য কিছু সাইট বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কম্পানি অনলাইনে ফ্রি ইমেজ হোস্টিং নিয়ে ভাবছেন? একটি সেরা সাইট রিভিউ bd tech blog bdtips bd bangla


BlueHost এর সুবিধাসমূহ

হোস্টিং প্যাকেজ  BlueHost অনেক ধরণের ওয়েব হোস্টিং সার্ভিস দিয়ে থাকেনBlueHost সবসময়ই তাদের গ্রাহকের অগ্রাধিকার প্রদান করেতাদের রয়েছে বিভিন্ন হোস্টিং প্যাকেজ 

অটোমেটিক দৈনিক ব্যাকআপস ওয়েবসাইটের ডেটা এবং ফাইলগুলোর জন্য আলাদা করে ব্যাক-আপ রাখতে হবে না,BlueHost অটোমেটিক ফাইলের ব্যাকআপ করে রাখে
 Cloud Hosting BlueHost ওয়েব হোস্টিং রয়েছে ক্লাইড হোস্টিং সুবিধাআপনার ওয়েবসাইট হোস্টিং BlueHost Cloud হোস্টিং এর মাধ্যমে নিরাপদ BlueHost Cloud ওয়েবসাইট এর লোড সময় হ্রাস করে 

Uptime Response ওয়েবসাইট আপটাইম ওয়েব হোস্টিং অভিজ্ঞতা অনেক মূল্যবান উপাদানBlueHost ওয়েব হোস্টিং রয়েছে ৯৯% অাপটাইম রেকর্ড 

Money-Back Guarantee BlueHost টাকা ফেরত গ্যারান্টি সুবিধা প্রদান করে গ্রাহকদেরBlueHost ওয়েব হোস্টিং প্যাকেজে ৩০ দিনের মধ্যে টাকা ফেরত গ্যারান্টি রয়েছে 

Low Pricing BlueHost কম খরচে হোস্টিং প্লান প্রদান করেনতারা কম খরচে ভাল মানের হোস্টিং সার্ভিস প্রদান করেন তাদের এই সুবিধার জন্য গ্রাহক হোস্টিং ক্রয়ে আকৃষ্ট হয় 

Best security BlueHost ওয়েব হোস্টিং নিরাপত্তার দিক দিয়ে অনেক উন্নত BlueHost রয়েছে তিনটি Anti-Spam Tools যা দিয়ে সকল প্রকার স্প্যাম থেকে নিরাপত্তা দিয়ে থাকেনBlueHost আরো রয়েছে Rock Solid Security

ইমেইল একাউন্ট এবং ব্যবহারকারীদের জন্য ফিল্টার করতে পারবেন যার মধ্যে রয়েছে 
যথাক্রমে Password-guard directories, Make IP address blacklists and control private keys and digital certificatesএই সকল নিরাপত্তা সুবিধা ওয়েবসাইট অনেক শক্তিশালী করে তোলে 

Easy Payment System হোস্টিং প্লান অথবা ডোমেইন ক্রয় এর ক্ষেত্রে সহজ পেমেন্ট সুবিধা রয়েছেপেমেন্ট সিস্টেম এর মধ্যে রয়েছে ভিসা,মাস্টারকার্ড ইত্যাদি

Free Unlimited Email Free Unlimited Email Account শুধুমাত্র Top-End Plan এর ক্ষেত্রে রয়েছেইমেইল স্টোরেজ আপনার মোট একাউন্ট এর স্টোরেজ এর মধ্যে থাকবেইমেইল পাঠানোর ক্ষেত্রে ঘন্টায় কত ইমেইল পাঠানো যাবে তার সীমা রয়েছে পরিশেষে বলব আপনার সাইটটি দীর্ঘ মেয়াদের জন্য করে থাকেন তাহলে নিঃসন্দেহে BlueHost আপনার জন্য সেরা হবে পক্ষান্তরে Wordpress সবাইকে BlueHost ব্যবহারে সুপারিশ প্রদান করেনসবকিছু বিবেচনা করলে BlueHost সেরা

যেকোনো প্রয়োজনে আমরা আছিআমাদের ফেইসবুক গ্রুপ bd tech groupফেইসবুক পেইজ bd tips techইউটিউব চ্যানেল Youtube channel
Read More »

Monday, May 06, 2019

কিভাবে playstore apps ছাড়া প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন।

আমরা অনেকেই google play store থেকে apps,games ইত্যাদি download করি। কিন্তূ আমরা যারা pc user বা প্লেস্টোর যখন কাজ করে না তখন খুব সহজে play store থেকে apk file download করে নিতে পারবেন !

এটিও পড়ুন: এবার আয় করুন এন্ড্রয়েড মোবাইল দিয়ে

প্রথমে যেকোনো ব্রাউজার থেকে এই Link চলে এ যান https://play.google.com/store

যেই Apps টা download করবেন ওই apps এর Link টা Copy করুন |

এরপর এই Link এ যান: http://apps.evozi.com/apk-downloader/ এই Link এ গিযে > Package name or Google Play URL এ box এ আপনার Copy করা Link টা Paste করে দেন !এখন Generate Download Link এ Click করুন ! কিছুক্ষন আপেক্ষা করুন এরপর Download Link চলে আসবে !

এটি পড়ুন: Android এর কিছু টিপ্স(part-2)

তাছাড়া ওই apk downloader Link এ google chrome এর জন্য apk-downloader Extension আছে ! আপনি চাইলে ওই apk-downloader Extension টা use করতে পারেন। সমস্যা হলে কমেন্ট করে যানাবেন।
Read More »

Sunday, April 28, 2019

যেকোন সফটয়্যারের সিরিয়াল কি বের করুন সহজে

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।নেট থেকে ফ্রি সফটয়্যার ডাউনলোড করে অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু সে গুলো বেশীর ভাগ সময় ট্রায়াল ভার্শন থাকে। নিদিষ্ট সময় শেষ হবার পর ডাউনলোড করা সফটয়্যার'টি এক্টিভেট রাখার জন্য সিরিয়াল কী'র প্রয়োজন হয়। পড়তে হয় মহা জামেলায়।
এবার গুগল সার্চ ইন্জিন ব্যবহার করে আপনি সহজেই খুজে বের করতে পারবেন আপনার ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সফটয়্যার'টির crack, Serial No, Keygen, Patch.... ইত্যাদি।
গুগল ব্যবহার করে সিরিয়াল কী খুজে বের করতে প্রথমে গুগল.কম এর সার্চে যান।
তারপর সার্চ বক্সে 94fbr টাইপ করে স্পেস দিন এবং আপনি যে সফটয়্যারের সিরিয়াল কী খুজতে চান তার নাম এবং ভার্শন লিখে এন্টার দিন।
তারপর দেখতে পাবেন আপনার কাঙ্খিত সফটয়্যারের সিরিয়াল কী জন্য কিছু সাইটের সরাসরি লিঙ্ক যেখান থেকে আপনি সিরিয়াল কী সংগ্রহ করতে পারবেন।

উদাহরন স্বরূপ :
go to google, type like this–>

94fbr kaspersky
94fbr nero
94fbr winrar
94fbr avast
94fbr adobe photoshop
etc
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status