Ads By Blogger

Monday, August 14, 2017

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)


বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কম্পিউটারে স্পিড বাড়ানোর উপায়গুলো তিনটি পর্বে আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি শেষ প্রর্যন্ত আমাদের সাথে থাকবেন।প্রথমে সফল ভাবে আপনি যে সংযোগটি ব্যবহার করেন, সেটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হোন।
এখন এখান থেকে আপনার বর্তমান ইন্টারনেটের গতি দেখে আসুন কিংবা
আপনার পরিচিত কোন সাইট থেকে নিদৃষ্ট পরিমান সাইজের কোন ফাইল নামান। এটি হতে পারে 1MB এবং একই সাথে কত সময় লাগে ফাইলটি ডাউনলোড হতে তা লক্ষ করুন।
স্পিড দেখুন…


এবার কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায় আপনি আপনার কম্পিউটারের Run এ গিয়ে লিখুন compmgmt.msc এবং কিবোর্ড থেকে Enter চাপ দিন। অথবা My Computer এর উপর Right Click করে Manage অপশনটি ক্লিক করুন। কম্পিউটার Management চালু হবে।

এবার বামে থাকা Device Manager ক্লিক করলে ডানে আপনি আপনার কম্পিউটারের ডিভাইসগুলোর লিষ্ট দেখতে পারবেন। এখান থেকে Ports(Com & Lpt) আইকনের বা’দিকের (+) চিন্হটিতে ক্লিক করুন। আপনার কম্পিউটারে সংযুক্ত সকল ডিভাইসের কমিউনিকেশনের পোর্ট দেখতে পাবেন। এখান থেকে Communications Port এর উপর ডবল Click করুন।
Properties Open হবে।
এখান থেকে Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

একই উপায়ে Communications Port এর নীচে থাকা আপনার মডেমটি যদি Show করে তবে সেটির ক্ষেত্রেও Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। Data Bits সর্বোচ্চ (8) এবং Advance অপশনে যেয়ে রিসিভ এবং ট্রানেসফার বাফার High দেয়া আছে কি’না লক্ষ করুন।

এবার Run > compmgmt.msc > Computer Management খুুলে আপনার Modems অপশনটিতে ডবল ক্লিক করে Properties এ যান এবং Port Settings ট্যfবটিতে যেয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (128000) সিলেক্ট করুন। (অবশ্যই মডেমটি লাগানো ও ডিসকানেক্ট করা অবস্থায়)

প্রতিবার ইন্টারনেটে যুক্ত হওয়ার পূর্বে Control Panel থেকে Network Connection এ যেয়ে আপনার কানেকশনটিতে ডবল ক্লিক করে Properties অপশনটিতে গিয়ে Configure অপশনটি ক্লিক করুন এবং Maximum Speed সর্বোচ্চ রয়েছে কি’না দেখুন।
না থাকলে সর্বোচ্চ মান (921600) ঠিক করে দু’বার Ok করুন। তবে অবশ্যই কানেকশনটি Disconnect করে দিয়ে মডেম/ডিভাইসটি লাগানো অবস্থায়।

বারবার বিরম্বনা এড়াতে ‘Network Connection’ এ যেয়ে আপনার কানেকশনটির একটি Shortcut লিংক তৈরি করে Desktop এ রেখে দিন এবং পরবর্তিতে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন।
এই ট্রিকস গুলো উইন্ডোজ এক্সপির জন্য প্রযোজ্য। উইন্ডোজ সেভেনের একটু খোঁজাখোজি করলে পেয়ে যাবেন।আশা করি আপনার বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করে যানাবেন।
Read More »
ads

Sunday, August 13, 2017

Task manager ডিজেবল বা নিস্ক্রিয় হলে যা করবেন

বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।
ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার ডিজেবল বা নিস্ক্রিয় হয়। ফলে টাস্ক ম্যানেজার খুলতে গেলে Task Manager has been disable by your asministrator মেসেজ আসে।
বিভিন্ন ভাবে টাস্ক ম্যানেজার সক্রিয় করতে পারেন।
পদ্ধতি ১: এজন্য নোটপ্যাড খুলে নিচের সংকেত লিখুন এবং TMEnabled.reg নামে সেভ করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000
এবার TMEnabled.reg ফাইলটি চালু করলে রেজিষ্ট্রি এডিট হবে এবং টাস্ক ম্যানেজার সক্রিয় হবে।
পদ্ধতি ২: রানে গিয়ে REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f লিখে এন্টার করলে রেজিস্ট্রি এডিট হবে এবং এবং টাস্ক ম্যানেজার সক্রিয় হবে।
পদ্ধতি ৩: প্রথমে রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন তাহলে গ্রুফ পলিসি চালু হবে। এবার User Configuration/Administrative Templates/System/Ctrl+Alt+Del Options থেকে Remove Task Manager এর উপরে মাউসের বাম বাটন দুইবার ক্লিক করে Disable বা Not Configured অপশন সিলেক্ট করে ওকে করুন এবং গ্রুফ পলিসি বন্ধ করুন। তাহলে টাস্ক ম্যানেজার সক্রিয় হবে।কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Read More »

Saturday, July 22, 2017

আপনার পছন্দের এন্ড্রয়েড গেম গুলো খেলুন আপনার কম্পিউটারে

আসসালামু আলাইকুম,
আসা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা এন্ড্রয়েড গেমার আছেন তারা এই টিউনটি পড়ার পর আরো ভালো থাকবেন।

পোস্টটি  কাদের জন্য ঃ

* যাদের ফোনের র‍্যাম কম
* ফোনের গ্রাফিক্স ভালো না হয়ায় গেম খেলতে প্রব্লেম হয়
* এন্ড্রয়েড গেমগুলো খেলতে চান বড় স্ক্রিনে

যা প্রয়োজন ঃ

বেশি কিছু না, শুধু একটা Software প্রয়োজন যার নাম Bluestacks
Google এ Search করুন BlueStacks লিখে। Download BlueStacks Click করলেই Download সুরু হয়ে যাবে। Download হয়ে গেলে double click করে open  করুন। Picture এ দেখানো steps গুলো follow করুন এবং আপনার Gmail Id, password দিয়ে sign in করুন।


ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন













Screen Shot এর ধাপগুলো অনুসরন করুন ঃ



  
 

Download করুন আর খেলতে থাকুন  আপনার favorite android game গুলো। Download করেও খেলতে পারেন আবার windows থেকে import করেও খেলতে পারেন। Import করার জন্য My apps Tab এ Click করুন। Then, "+" button এ করুন। এবার আপনার game টি যে  directory তে আছে সেখানে যান। Game  টি Select করুন Then "open" click  করুন। Automatically  game install হতে থাকবে। ব্যাস, খেলতে থাকুন  আপনার favorite android game গুলো।

Read More »

Friday, January 06, 2017

কম্পিউটার চালু হতে অনেক সময় নেয়?

bd tech blog এ আপনাদের স্বাগতমআজ আপনাদের সাথে  কম্পিউটারের একটি টিপস শেয়ার করবোঅনেক সময় দেখা যায় উইন্ডোজে সেটাপ দেওয়ার দুই তিন মাস পর বা অনেক পুরানো কম্পিউটার হলে চালু হতে অনেক সময় নেই যা খুবই বিরক্তিকরআজ আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার দ্রুত চালু করবেন


keyword:কিভাবে কম্পিউটার দ্রুত চালু করতে হয়,কম্পিউটার স্লো হয়ে গেছে,কম্পিউটার দ্রুত চালু করার উপায়,কম্পিউটারের গতি দ্রুত চালু করার উপায়,হার্ডডিস্ক ডিগ্র‍্যাফমেন্ট করার উপায়,স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ করার উপায়,bd bangla blog, bd tricks tips,bd tech tip,tip tech,বিডি বাংলা ব্লগ,বিডি টেক ব্লগ,বাংলা প্রযুক্তি ব্লগ

 যেসব প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ামাত্র স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাৎ স্টার্টআপ প্রোগ্রামগুলো কম্পিউটার ধীর গতিতে চালু হওয়ার অন্যতম কারণতাই অপ্রয়োজনীয় স্টার্টআপ আইটেম নিষ্ক্রিয় করে কম্পিউটার চালু হওয়ার গতি কিছুটা বাড়ানো যায়উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম হলে কি-বোর্ডের Windows Key‍+R এক সঙ্গে চেপে রান টুল চালু করুনmsconfig লিখে এন্টার করুন। 
কম্পিউটারের গতি বৃদ্ধি-বিডি টিপস টেক
কম্পিউটারের গতি বৃদ্ধি-বিডি টিপস টেক

 সিস্টেম কনফিগারেশন উইন্ডো থেকে Startup ট্যাব নির্বাচন করে তালিকায় থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রাম যেগুলো কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হওয়ার প্রয়োজন নেই, সেগুলোর একেকটাতে মাউসের ডান বোতামে (রাইট) ক্লিক করে নিষ্ক্রিয় করে দিনআর অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ ১০ হয় তবে নিচে টাস্কবারের খালি জায়গায় রাইট ক্লিক করে Task Manager খুলুনএবার নিচের More details অপশনে ক্লিক করে Startup ট্যাব খুলনআগের মতো তালিকায় থাকা অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো একটা একটা করে নিষ্ক্রিয় করে দিন

তারপর কন্ট্রোল প্যানেলে গিয়ে System অপশনে যানবাঁ পাশে থাকা Advanced system settings ক্লিক করে সিস্টেম প্রোপার্টিজ খুলুনসেখান থেকে Advanced ট্যাবে ক্লিক করে Performance অংশের নিচে থাকা Settings বোতামে ক্লিক করে খুলুন। 
কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়-বিডি টিপস টেক
কম্পিউটারের গতি বৃদ্ধির উপায়-বিডি টিপস টেক

 এখন ভিজ্যুয়াল ইফেক্টস ট্যাবে ক্লিক করে Adjust for best performance অপশন নির্বাচন করে দিনকর্মদক্ষতা বাড়াতে গিয়ে যদি ফন্টের চেহারা চোখে বাজে, তাহলে নিচের তালিকায় থাকা Smooth edges of screen fonts অপশনটিতে টিক দিয়ে ওকে করুনএবার একই পারফরমেন্স প্রোপার্টিজ উইন্ডোতে থেকে Advanced ট্যাবে ক্লিক করে Change বোতামটি চাপুনএখন ভার্চ্যুয়াল মেমোরি উইন্ডো থেকে Automatically manage paging file... অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে নিচে থাকা System managed size নির্বাচন করে ডানে থাকা Set বোতামটি চেপে দিনপুনরায় ওকে করে সব কটি উইন্ডো বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট দিন

এ ছাড়া হার্ডডিস্কের গতি আবার আগের মতো ফিরিয়ে আনতে উইন্ডোজের নিজস্ব টুল ডিস্ক ডিফ্র্যাগমেন্টার নিয়মিত ব্যবহার করুনডিফ্র্যাগমেন্ট করার জন্য ড্রাইভের প্রোপার্টিজে গিয়ে ডিফ্র‍্যাগমেন্ট নাই এ ক্লিক করুন

 যেসব প্রোগ্রাম একেবারেই ব্যবহার করা হয় না, সেগুলো আনইনস্টল করে ফেলুনডিস্ক ক্লিনআপ ব্যবহার করে ইন্টারনেটের সাময়িক ও অন্যান্য অপ্রয়োজনীয় ফাইল মুছে হার্ডডিস্ক পরিষ্কার রাখুনদরকার না পড়লে একসঙ্গে অনেক প্রোগ্রাম ব্যবহার করবেন নাখুব বেশি ব্যবহার করলে নিয়মিতভাবে কম্পিউটার বন্ধ করে পুনরায় চালু বা রিস্টার্ট দেওয়ার অভ্যাস রাখতে হবেকম্পিউটার রিস্টার্টের মাধ্যমে প্রায়ই অনেক অজানা সমস্যার সমাধান হয়ে যায়সম্ভব হলে নতুন প্রযুক্তির সলিড-স্টেট ড্রাইভ (এসএসডি) যুক্ত করতে পারেনঅপারেটিং সিস্টেমটি যদি এই এসএসডিতে ইনস্টল করে ব্যবহার করেন তাহলে কম্পিউটারের গতি বেড়ে যাবে কয়েক গুণ

আমাদের ফেইসবুক গ্রুপ facebook group
ফেইসবুক পেইজ facebook page
ইউটিউব চ্যানেল Youtube
Read More »

Friday, October 28, 2016

new pc user tips and tricks(part-1)

new pc user tips and tricks(part-1)
tips includ:
1.how to select multiple file without pressing control
2.how open on scrren keyboard
3.how to show hidden files
Keyword:কিভাবে কন্ট্রোল বাটুন ছাড়াই অনেক গুলি ফাইল সিলেক্ট করবেন,কিভাবে অন স্ক্রিন কিবোর্ড চালু করবেন,কিভাবে লুকানো ফাইল গুলি দেখবেন,কিভাবে হিডেন ফাইল গুলি দেখবেন,how to select multiple file without pressing control, how open on scrren keyboard,how to show hidden files,new pc user tips and tricks,new pc user tips and tricks(part-2)
Read More »

Thursday, October 27, 2016

new pc user tips and tricks(part -2)

new pc user tips and tricks(part -2)
tips include:
1.how to personalize taskbar
2.how to auto hide taskbar

Youtube=new pc user tips and tricks(part -2)

keyword:

নতুন কম্পিউটার ব্যবহারী টিপ্স এন্ড ট্রিক্স,কিভাবে টাস্কবার পার্সোনালাইজ করবেন,কিভাবে টাস্কবার অটোহাইড করবেন,কম্পিউটার টিপ্স এন্ড ট্রিক্স,নিউ পিসি ইউজার টিপ্স এন্ড ট্রিক্স,new pc tips,new computer tips and tricks,how to personalize taskbar,how to auto hide taskbar,new computer user tips and tricks,new pc user tips and tricks(part-2),new pc user tips and tricks
Read More »

Wednesday, October 26, 2016

how to trun off internet connection of friend pc


YOUTUBE=how to trun off internet connection of friend pc

keyword:

বন্ধুর ইন্টারনেটের কানেকশন অফ করে দিন,কিভাবে কম্পিউটারে ইন্টারনেট ব্লক করবেন,কিভাবে কম্পিউটার ইন্টারনেটে ডিসেবল করবেন,কিভাবে বন্ধুকে ভয় পাইয়ে দিবেন,কিভাবে বন্ধুর ইন্টারনেট চালানো বন্ধ করে দিবেন,trun of pc internet,how to disable pc internet,how block internet,disable internet connection,block friend internet,hack internet connection,how to trun off internet connection of friend pc
Read More »

Some vlc palyer tricks

Welcome to true online tips.do you know  VLC  is maybe the most multipurpose video player.you can use vlc player for multipurpose use.Here some tricks
for you…

Record Your Desktop:
VLC is able to record a video of your desktop, acting as a screen recorder.
Step 1: Open VLC Media Player.
Step 2: Then Press Cltr + N.
Step 3: Now Type “Screen://” (without quotes)
Click on Play & watch Interesting Tricks. To stop recording, click the Stop button.
vlc player tricks
                      Record Your Desktop
Take a Snapshot:
VLC has a way to take a Snapshot during playing a video.
Simply use the shortcut Shift + S on Windows and Linux operating system. The image will be saved in pictures folder.
vlc playerTake a Snapshot
            Take a Snapshot
more tricks for U:Some important usefull keyboard shortcart 
how to backup whatsapp data on google drive
 easily lock folder without software  
 
Play or Download Online Videos:
You can also play and download online videos in VLC. You can use trick to manipulate video playback or save them for future play.
Step 1: Go to Media > Open Network Stream(Ctrl + N).
Step 2: Press the Network tab, enter the URL of video which you want to play and click Play. To save it, instead of Play, select Convert
vlc Play or Download Online Videos
Play or Download Online Videos vlc
Thought all of above tricks enjoy you are.please share you think use full it.leave a comment if any problem.

keyword:

ভিএলসি প্লেয়ার টিপ্স,ভিএলসি প্লেয়ার টিপ্স এন্ড ট্রিক্স,ভিএলসি প্লেয়ারের জটিল টিপ্স,ভিএলসি মিডিয়া প্লেয়ার টিপ্স, vlc tips and tricks,vlc palyer hot tips,vlc player hacking tips,vlc player video tips, Some vlc palyer tips and tricks,Some vlc palyer tricks
Read More »

How to create a new partition in Windows without format


Youtbue=How to create a new partition in Windows without format

keyword:
how to create a new partition in Windows without format,make partion windows 7,increase harddisk space,formate windows harddisk,make harddisk virus free,make partion windows 8,make partion harddisk windows 10,সফটয়্যার পার্টিশন দি্ন,কিভাবে ফাইল না হারিয়ে পার্টিশন দিবেন,create partition without lossing file,কোন প্রকার সফটয়্যার ছাড়াই পার্টিশন দিন
Read More »

Some important usefull keyboard shortcart

Welcome to true online tips.toady I will share some usefulll keboard shortcart.if your mouse  had any problem or it destroid you can have to use keyboard.threre some usefull 
keyboard shortcart
usefull keyboard shortcart
keyboard shortcart

Ctrl+C/Ctrl+Insert:
Ctrl + C or Ctrl + Insert both are using to copy the selected text or item. If you want to cut text or item instead of copy press ctrl + X.


ALT+Tab/ALT+Shift: + Tab:
ALT + Tab is using to switch between all open programs or application moving forward and  ALT + Shift + Tab is using to switch between programs in moving backward.

Ctrl+S:
Ctrl + S is using for saving documents or files in all programs. This key should be used frequently always when you are working important job.

Ctrl+Z and Ctrl+Y:
Ctrl + Z is using to undo recent changes. For example, if you have done some changes or delete item from file, pressing Ctrl + Z will Undo changes. Often you can also use this command multiple times. Pressing Ctrl + Y will redo the Undo.

Ctrl+V/Shift+Insert:
Ctrl + V or Shift + Insert both are using to paste last copied text or item.

Ctrl+F: :
This key should be used frequently always when you are working important job.

Ctrl+Home/Ctrl+End:
Pressing Ctrl + Home will move the cursor at the beginning of program or document and Ctrl + End is using for moving the cursor at the End of program or file.

PageUp,PageDown and Spacebar:
Using either Press Up or Press Down button will move the page, one page at a time in the Up or Down Direction. When using or browsing the internet, press Space Bar to move the page down and press Shift + Space Bar to go up one page at a time.

F2:
After selecting a file or folder, F2 allows you to rename the file or folder.

Alt+F4:
Alt+F4 is using to close the opened program or item.

Hope,all are you enjoy this tips.don,t  forget for share.comment here if any suggestion.

Keyword:

কিবোর্ডের শর্টকার্টের ব্যাবহার,কিবোর্ডের শর্টকাটের ব্যবহারগুলি,কিবোর্ড শর্টকাটের ব্যবহার,কিভাবে কম্পিউটার কিবোর্ডের সাহায্যে ব্যবহার করতে হয়,কিবোর্ডের টিপ্স,usefull keyboard tips,keyboard tips and tricks,easy way of using keyboard,some keyboard tips and tricks,Some important usefull keyboard shortcart
Read More »

Monday, October 24, 2016

How to change folder colour in windows

Welcome on true online tips.today I will show a pc tricks How to change folder colour in windows.so  At first head-over to the link and simply
download the FolderColorizer software. It’s totally free of cost. And its size is approximately 1.2 Megabytes. It takes a minute or two to do so.
change folder colour in windows
change folder colour in windows-1

 Now open the downloaded file. The file should be stored in the downloads folder. The default download directory resides in C:\Users\*Username*\DownloadsAfter opening the file, you’ll be asked whether you want to run the file or not.  Simply click on Run.  And then follow the instructions as stated and install the software. Since the installation is done, you can now change folder color. To do that, right click on any folder. And you’ll notice a new option on the list called Colorize! Hover over Colorize and you’ll get a bunch of colors to choose from. Now click on your favorite color.
change folder colour in windows
change folder colour in windows-2

 Now wait a few seconds. And hit refresh. Keep refreshing until the folder color changes. That’s it. You’re done

change folder colour in windows
change folder colour in windows-3
More tricks for you:Some vlc palyer tricks

Now how to select To select a custom color:

You can also select your custom color, name it as you wish and add it to the list. To do that, right click on folder > Colorize > Colors. A box will now pop, that contains a color wheel. Choose your favorite color and name it as you wish (in the box beside the color wheel). Now hit the Add color button.
change folder colour in windows
change folder colour in windows-4

 How To get back the original color:

If you still love the same-old classic folder colors, no worries. You can always revert back to the original version of the folders. To do that, just right click on the colored folder. Go to colorize and click on Restore Original Colors. Wait a few seconds and hit refresh. 
change folder colour in windows
change folder colour in windows-5

 hope all you enjoy this tricks.please share our post with your friend.
Read More »

Tuesday, July 05, 2016

ফরম্যাট ছাড়াই হার্ডডিস্কে পার্টিশন দিন খুব সহজে

ফরম্যাট ছাড়াই হার্ডডিস্কে পার্টিশন দিন  খুব সহজে
Read More »

Sunday, January 17, 2016

Computer চালু বন্ধের সময় জানুন সহজে



(bd tips tech)এ আপনাদের স্বাগতম আশাকরি সবাই ভাল আছেনআপনার কম্পিউটার কখন চালু করেছেন বা বন্ধ করেছেন বা আপনার অবর্তমানে কেউ আপনার পিসিটি ব্যবহার করেছে কিনা তা খুব
Read More »

Friday, January 15, 2016

Typing শিখুন খুব সহজে

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা। হালে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।

১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর রেখে করলে দ্রুত কাজ হবে।
এটিও দেখুন keyboard এর shortcut গুলি দেখে নিন

২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।

৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে।


৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জেকেএল; ’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।

৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন।

এটিও দেখুন key board এর বোতাম নষ্ট হয়ে গেছে

৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে। শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Monday, December 28, 2015

laptop এর key-board কাজ না করলে

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে বড় একটি সমস্যা—হঠাৎ কিবোর্ডের কাজ না করা। যন্ত্রাংশ বা সফটওয়্যারের কারণে এমন সমস্যা হতে পারে। কিন্তু কিবোর্ডে কখনো বেশি চাপ পড়লে বা অসাবধানতায় তরল কোনো পদার্থ পড়লে এর বোতামগুলোর সংযোগস্থলে শর্টসার্কিট হতে পারে। তবে বড় ধরনের যন্ত্রাংশজনিত সমস্যা না হলে কয়েকটি কৌশল অবলম্বন করলেই কিবোর্ড আবার সচল হয়ে উঠবে।

এটিও পড়ুন key board এর বোতাম নষ্ট হয়ে গেছে

ডিভাইস সফটওয়্যার পরীক্ষা: স্টার্ট মেন্যুতে devmgmt.msc লিখুন। ডিভাইস ম্যানেজার এলে ক্লিক করে সেটি খুলুন। অনেক সময় যন্ত্রাংশের সমস্যার কারণে কিবোর্ড ড্রাইভ এখানে লুকিয়ে থাকে। তাই ডিভাইস ম্যানেজারের View-এ ক্লিক করে Show hidden devices-এ ক্লিক করুন। এবার এখানকার তালিকার Keyboards-এ দুই ক্লিক করলে আপনার ল্যাপটপের ডিভাইসের নাম দেখতে পাবেন। এখানে হলুদ ত্রিভুজের মধ্যে বিস্ময়বোধক কোনো চিহ্ন এলে ল্যাপটপ নির্মাতার ওয়েবসাইটে গিয়ে মডেল নম্বর দিয়ে চালক সফটওয়্যার (ড্রাইভার) খুঁজতে হবে এবং এর সর্বশেষ সংস্করণ নামিয়ে ব্যবহার করলেই কিবোর্ড সচল হয়ে উঠবে। না হলে কিবোর্ড ড্রাইভারে ডান ক্লিক করে Uninstall করুন। আনইনস্টল শেষে Action মেন্যুতে ক্লিক করলে Scan for hardware changes-এ ক্লিক করুন। এবার কম্পিউটার বন্ধ করে আবার চালু করুন (রিস্টার্ট)। কিবোর্ডটি আবার কার্যকর হয়ে উঠবে।
বায়োস সেটিংস থেকে: কম্পিউটার রিস্টার্ট করে Esc চেপে ধরে থাকুন। যদি স্টার্ট-আপ মেন্যু না আসে তবে বুঝতে হবে কিবোডের্র যন্ত্রাংশে কোনো সমস্যা হয়েছে। এ জন্য বাড়তি (এক্সটার্নাল) একটি কিবোর্ড লাগিয়ে আবার Esc চেপে ধরে রাখুন স্টার্ট-আপ মেন্যুর পর্দা আসা পর্যন্ত।

এটিও পড়ুন Computer বন্ধ হবে নিদির্ষট সময় পর Automatically

এইচপির ল্যাপটপের জন্য স্টার্ট-আপ মেন্যু এলে F10 key চেপে বায়োসে (অন্য ব্রান্ড ব্যবহারকারীরা তাঁদের ল্যাপটপের বায়োস কি চেপে ঢুকুন। এবার F5 চাপলে load the default settings করুন। কি F10 চাপলে সেটিংস সেভ হয়ে কম্পিউটার পুনরায় চালু করলে অনেক সময় কিবোর্ড ঠিক হয়ে যায়। এ ছাড়া সফটওয়্যার সমস্যায় কিবোর্ড কাজ না করলে উইন্ডোজের সিস্টেম রেস্টোর করে দেখা যেতে পারে। আবার কিবোর্ডের ভেতর ময়লা জমে থাকলেও কি ঠিকভাবে আর কাজ করে না। তাই ল্যাপটপ বন্ধ অবস্থায় কিবোর্ড ভালোভাবে পরিষ্কার করলে কিগুলো সচল হয়ে উঠতে পারে।
পোস্টটি পড়ে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ আর কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
Read More »

Sunday, December 27, 2015

key board এর বোতাম নষ্ট হয়ে গেছে

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়। এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে সেখান থেকে a কপি করে এনে এখানে পেস্ট করা বা কম্পিউটারের অন-স্ক্রিন কি-বোর্ডটি ব্যবহার করে কাজ করা।

এটিও পড়ুন হার্ডডিস্কের Driv Hide হাইড সহজে কোন সফটওয়্যার ছাড়া

কিন্তু এতে অনেক সময় ব্যয় হয় এবং বিরক্ত তৈরি হয়। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে সহজেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শার্প-কি নামের এই সফটওয়্যার ইনস্টল করে কি-বোর্ডের বোতামগুলো পরিবর্তন করে ফেলা যায়। অর্থাৎ এ প্রক্রিয়ায় কি-বোর্ডের a বোতাম যদি নষ্ট হয়, আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি বোতামকে (যে বোতামটি সব সময় কাজে লাগে না বা যে বোতাম কি-বোর্ডে একাধিক আছে) a বাটনে রূপান্তর করতে পারেন।
শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key তে কোন কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং To kay তে নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে a) চেপে ওকে করুন। তাহলে অন্য কি-টি a কি-তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a লেখা যাবে। ২৩ কিলোবাইটের শার্প-কি সফটওয়্যারটি sharp key ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

এটিও পড়ুন ল্যাপটপকে করুন wi-fi hotspot

আশাকরি পোস্টটি আপনাদের সবার ভাল লেগেছে।শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Sunday, December 13, 2015

হার্ডডিস্কের Driv Hide হাইড সহজে কোন সফটওয়্যার ছাড়া

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজ আমি দেখাব কিভাবে কোন সফট্ইয়্যার ছাড়াই হার্ডডিস্ক হাইড করবেন।অনেকের হার্ডডিস্কে অনেক গুরুত্বপূর্ন ফাইল থাকে।আপনি এই
Read More »

Computer বন্ধ হবে নিদির্ষট সময় পর automatically

(BDTT)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন। ইন্টারনেট থেকে বড় আকারের কোনো ফাইল নামাতে (ডাউনলোড) গিয়ে অনেক সময় অপেক্ষা করতে হয়। ডাউনলোড শেষ হলে তবেই কম্পিউটার বন্ধ করতে হয়। সাধারণত কোনো ফাইল ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত কম্পিউটার বন্ধ করার উপায় থাকে না। যারা নির্দিষ্ট সময় পর কম্পিউটার বন্ধ করতে চান, তাঁরা কাজটি সহজেই করতে পারেন।
এ কাজটি করতে চাইলে প্রথমে কত সময় পর কম্পিউটার বন্ধ করতে চান সেটি ঠিক করুন।

এটিও পড়ুনছবিকে ব্যবহার করুন password হিসেবে

এবার কাঙ্ক্ষিত সময়টিকে সেকেন্ডে হিসাব করুন। যেমন 60 মিনিট হলে হবে 3600 সেকেন্ড। এবারে ডেস্কটপে গিয়ে ডান ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন। এবারে নতুন উইন্ডোতে টেক্সট বক্সে SHUTDOWN-s-t 3600 লিখুন।

এবারে নেক্সট ও ফিনিশে ক্লিক করে বের হয়ে আসুন। এখন ডেস্কটপে শাটডাউন নামে একটি শর্টকাট ফাইল তৈরি হবে। ওই শর্টকাটে ক্লিক করলেই ৯০০ সেকেন্ড বা ১৫ মিনিট পর কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে শর্টকাট বানানোর সময় SHUTDOWN-s-t 900 এ s এর জায়গায় r লিখলেই যে শর্টকাটটি তৈরি হবে সেটি দিয়ে কম্পিউটার আবার চালুও করা যাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।

এটিও পড়ুনবাড়িয়ে নিন pendrive এর গতি

আশাকরি পোস্টটি পড়ে উপকৃত হবেন।দয়া করে শেয়ার করতে ভুলবেন না।
Read More »

Friday, December 11, 2015

ল্যাপটপকে করুন wi-fi hotspot

(BDTT)বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি আপনারা সাবাই ভাল আচেন।আনেকে ক্যাবল ইন্টারনেট ব্যবহার কত্রেন।আপনারা চাইলে ল্যাপটপ কম্পিউটারের একটি ইন্টারনেট সংযোগকে ভাগাভাগি করে আরও কয়েকটি যন্ত্রে সেই সংযোগ ব্যবহার করা যায় অর্থাৎ আপনার ল্যাপটপটাই হয়ে উঠবে ওয়াই-ফাই হটস্পট এর জন্য প্রথমে এখান ঠিকানা থেকে ৮০০ কিলোবাইটের mHotspot সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নিন তারপর mHotspot সফটওয়্যারটি খুলে Hotspot Name- কোনো নাম এবং Password- কোনো পাসওয়ার্ড দিয়ে এবং Internet Source- আপনার ল্যাপটপের ইন্টারনেট সংযোগ নির্বাচন করে দিন

এটিও দেখুন Computer বন্ধ হবে নিদির্ষট সময় পর automatically


 এরপর Start Hotspot- ক্লিক করুন তাহলে আপনার ল্যাপটপটি ওয়াই-ফাই হটস্পট হয়ে যাবে Max Clients- আপনি কতটি যন্ত্রে ওয়াই-ফাই ইন্টারনেট দিতে চান তা ঠিক করে দিতে পারবেন
এখন অন্য কোনো মোবাইল ফোন বা ল্যাপটপের ওয়াই-ফাই চালু করলেই নেটওয়ার্কে আপনি যে নামে হটস্পট তৈরি করেছেন, সেটির নাম দেখা যাবে সেই নামে ক্লিক করে হটস্পটের পাসওয়ার্ড দিয়ে OK করলেই অন্য মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে একই ভাবে Stop Hotspot বাটনে ক্লিক করে যেকোনো সময় ওয়াই-ফাই হটস্পট বন্ধও করে দিতে পারেন

 এটিও দেখুন কিভাবে wifi এর গতি বৃদ্ধি করবেন 

 আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।


Read More »

Saturday, November 28, 2015

বাড়িয়ে নিন pendrive এর গতি

(bd tips tech)বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।কম্পিউটার ব্যবহারকারীদের জন্য পেনড্রাইভ খুবই প্রয়োজনীয়।কম্পিউটারে তথ্য স্থানান্তরের জন্য বেশি ব্যবহৃত হয় পেনড্রাইভ। ছোট্ট একটা পেনড্রাইভ অনেক তথ্য ধারণ করতে পারে। এখন আমূল পরিবর্তন এসেছে পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতিতে। কিছু সমস্যার কারণে পেনড্রাইভ ধীরগতিতে কাজ করতে পারে। সহজ কিছু কৌশল খাটালে পেনড্রাইভের গতি বাড়িয়ে নেওয়া সম্ভব।
এটিও পড়ুন computer বন্ধ হতে বেশি time নিচ্ছে?

এনটিএএস ফাইল সিস্টেম:
পেনড্রাইভের গতি বাড়াতে ফাইল সিস্টেম অবশ্যই এনটিএফএস (নিউ টেকনোলজি ফাইল সিস্টেম) হতে হবে। যদি এনটিএফএস করা না থাকে তাহলে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে ফরম্যাট করুন। তারপর File system থেকে NTFS নির্বাচন করে, Quick Formate থেকে টিক উঠিয়ে দিন এবং Start বাটনে ক্লিক করে পেনড্রাইভটি ফরম্যাট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।


দূর করুন ডিস্কের ত্রুটি:
ডিস্কের ত্রুটি দূর করতে পেনড্রাইভের ওপর ডান বাটনে ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Tool ট্যাব নির্বাচন করুন। Check বাটনে ক্লিক করে Start বাটনে ক্লিক করুন। এই কাজটি সম্পন্ন হতে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট সময় লাগতে পারে। সময় নির্ভর করবে পেনড্রাইভের খালি জায়গার ওপর।

কিছুদিন পরপর ফরম্যাট:
যখন আপনি অনেক দিন ধরে পেনড্রাইভ ব্যবহার করবেন তখন পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতি কমে যায়। আপনি আপনার পেনড্রাইভটি ফরম্যাট করলে আবার আগের গতি ফিরে পাবেন। এই কাজটি মাসে অন্তত একবার করাই ভালো।

এটিও পড়ুনমাইক্রোসফট আফিসে ফাইল সেভ হবে অটো নিদির্ষট সময় পরপর

এ ছাড়া আপনি আপনার ইউএসবি পোটের সংস্করণ হালনাগাদ (২.০ থেকে ৩.০) করে নিলেও আপনার পেনড্রাইভের তথ্য স্থানান্তরের গতি অনেকটাই বাড়বে।ধন্যবাদ পোস্টিটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।
Read More »
copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status